দেশের আপামর জনসাধারণের সঙ্গে সংহতি জানিয়ে মার্চ ফর গাজায় অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী। শনিবার (১২ এপ্রিল) দুপুর ২টা ৪৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে এই মার্চ শুরু করেন শিক্ষার্থীরা।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জানা যায়, মিছিলে বিশ্ববিদ্যালয়ের ১০ হাজারের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীরা ফিলিস্তিনের ৭০ ফুট দৈর্ঘ্যের একটি পতাকা প্রদর্শন করেন। মিছিলের সমন্বয়ের দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।
বক্তব্যে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, আজকে গাজা, রাফা, প্যালেস্টাইন পৃথিবীর সব জুলুমের, নিপীড়নের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এটা শুধু মুসলমানদের বিষয় না। মুসলিম, অমুসলিমসহ সারা পৃথিবীর মজলুমদের প্রতিনিধিত্ব করছে তারা। তাদের জন্য দোয়া জারি রাখা আমাদের জরুরি দায়িত্ব- শুধু মুসলমান হিসেবে নয়, একজন মানুষ হিসেবে।
উপাচার্য বলেন, আমাদের নবীজি (সা.) পরিষ্কারভাবে বলেছেন যে, বিশ্বাসীরা একটা দেহের মতো। এক স্থানে আঘাত হলে আরেক স্থানেও আহত হয়, ক্ষতিগ্রস্ত হয়। এজন্য অনুভূতি থাকা জরুরি।
মন্তব্য করুন