কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ০৭:০৫ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক সচিব আবু হেনাসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

আবু হেনা মোরশেদ জামান। ছবি : সংগৃহীত
আবু হেনা মোরশেদ জামান। ছবি : সংগৃহীত

শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত সরকারি নীতিমালা লঙ্ঘন করে যোগ্য শিক্ষার্থীদের বঞ্চিত করে অবৈধভাবে নিজেদের অনুকূলে ‘ভুয়া কোটা’ তৈরি করে ১০৭ জনকে ভর্তি করানোর অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (০৬ এপ্রিল) দুদকের উপপরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০২১ শিক্ষাবর্ষে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৬ষ্ঠ শ্রেণিতে ১০৭ শিক্ষার্থী ভর্তি করানো হয়। এই ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত সরকারি নীতিমালা মানা হয়নি। জড়িতরা নিজেদের নামে ভুয়া কোটা তৈরি করে সেসব কোটায় নিজেদের পছন্দের শিক্ষার্থীদের ভর্তি করানোর অভিযোগ আনা হয়েছে দুদকের মামলায়। যা দণ্ডবিধির ৪২০/১০৯ ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ সংঘটন করেছেন।

মামলায় আসামিরা হলেন- সাবেক সচিব ও গভর্নিং বডির সাবেক সভাপতি আবু হেনা মোরশেদ জামান, সাবেক অধ্যক্ষ শাহান আরা বেগম, গভর্নিং বডির সাবেক বিদ্যোৎসাহী সদস্য মো. শহীদুল ইসলাম, সাবেক সদস্য গোলাম আশরাফ তালুকদার, অভিভাবক সদস্য (উচ্চ মাধ্যমিক) মো. মুজিবুর রহমান, প্রাক্তন অভিভাবক সদস্য (মাধ্যমিক) মো. আব্দুর রব মিয়া, অভিভাবক সদস্য (প্রাথমিক) মোহাম্মদ আলী, অভিভাবক সদস্য (সংরক্ষিত) আজিজা বেগম, সদস্য ও শিক্ষক প্রতিনিধি (উচ্চ মাধ্যমিক) মুনিরজাদী কাফিয়া আলম, প্রাক্তন সদস্য ও শিক্ষক প্রতিনিধি (মাধ্যমিক) মো. গোলাম মোস্তফা ও প্রাক্তন সদস্য ও শিক্ষক প্রতিনিধি (সংরক্ষিত) মাকসুদা আক্তার।

তারা অসৎ উদ্দেশ্যে অন্যায়ভাবে লাভবান হওয়ার অভিপ্রায়ে প্রতারণা, অপরাধমূলক অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত সরকারি নীতিমালা লঙ্ঘন করে যোগ্য শিক্ষার্থীদের বঞ্চিত করেছেন। সে জায়গায় অবৈধভাবে নিজেদের অনুকূলে ভুয়া কোটা তৈরি করে ২০২১ শিক্ষাবর্ষে ঢাকার মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৬ষ্ঠ শ্রেণিতে ১০৭ শিক্ষার্থী ভর্তি করে দণ্ডবিধির ৪২০/১০৯ ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ সংঘটন করেছেন।

মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে অন্যায়ভাবে লাভবান হওয়ার অভিপ্রায়ে প্রতারণা, অপরাধমূলক অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত সরকারি নীতিমালা লঙ্ঘন করে যোগ্য শিক্ষার্থীদের বঞ্চিত করে অবৈধভাবে নিজেদের অনুকূলে ভুয়া কোটা সৃষ্টি করে ২০২১ শিক্ষাবর্ষে ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৬ষ্ঠ শ্রেণিতে মোট ১০৭ শিক্ষার্থী ভর্তি করানোর অভিযোগ আনা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ হাজার বছর আগে বিলুপ্ত নেকড়ের ‘পুনর্জন্ম’ ঘটালেন বিজ্ঞানীরা

সৌদি দূতাবাসের সামনে থেকে হিজবুত তাহরীর সদস্য আটক

সরস্বতী নদীতে মিলল পুলিশের লুট হওয়া গ্যাস সেল

জবিতে কোটায় ভর্তির আবেদন শুরু

বগুড়ায় রাশেদ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

‘এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে দিতে পারব, তবে সময় লাগবে’ 

বাংলাদেশে শুল্কারোপ নিয়ে ট্রাম্পের সমালোচনা নোবেলবিজয়ী অর্থনীতিবীদের

তিন দিনের ছুটি নিয়ে ৫ মাস ধরে ইতালিতে ইউএনওর গাড়িচালক

অফিস-আদালতে ঘুষ একটি ট্র্যাডিশন হয়ে গিয়েছিল : হাসনাত

যে কারণে দলে নেই তাসকিন

১০

হাসিনাকে ফেরাতে প্রাথমিক আলোচনা হয়েছে, চূড়ান্ত নয় : পররাষ্ট্র উপদেষ্টা

১১

ফসলি জমির মাটি বিক্রির দায়ে দুজনের কারাদণ্ড

১২

স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রকৌশলী সফি উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৩

স্ত্রী ও শ্বশুর-শাশুড়িকে নিয়ে মাদকের কারবার চঞ্চলের

১৪

স্ত্রী-সন্তানসহ নজিবুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৫

জানা গেল ২০২৫ সালের হজ ফ্লাইট শুরুর তারিখ

১৬

দুই থানার নাম পরিবর্তন

১৭

ট্রলারসহ ১১ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল ‘আরাকান আর্মি’

১৮

যৌতুকের মিথ্যা মামলায় আসামিকে খালাস, উল্টো বাদীকে সাজা

১৯

মুরাদনগরে পুলিশি হয়রানি বন্ধে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চায় বিএনপি

২০
X