কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ০৫:৩৩ পিএম
আপডেট : ২৩ মার্চ ২০২৫, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

প্রাইভেট-পাবলিক নয়, বিশ্ববিদ্যালয়ের মান হলো মূল বিষয় : ইউজিসি চেয়ারম্যান

ছবি : সৌজন্য
ছবি : সৌজন্য

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এসএমএ ফায়েজ বলেছেন, প্রাইভেট ও পাবলিক বিশ্ববিদ্যালয় বড় বিষয় নয়; মূল বিষয় হলো শিক্ষার মান, সেটাই আমাদের দেখার বিষয়। আমরা সেই মান নিশ্চিত করার অভিন্ন লক্ষ্য নিয়ে একসঙ্গে কাজ করব।

রোববার (২৩ মার্চ) এপিইউবি সচিবালয়ের পরিচালক বেলাল আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য নির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে পিএইচডি কোর্স পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটি কাজ করছে, যা অত্যন্ত ইতিবাচক একটি উদ্যোগ। উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে এ পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আশা করি, দ্রুততম সময়ে কার্যকর নীতিমালা প্রণয়ন ও অনুমোদনের মাধ্যমে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করতে সক্ষম হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি, তাই আমাদের আরও অনেক কাজ করতে হবে।

শনিবার (২২ মার্চ) বিকেলে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি) আয়োজিত এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর টেকসই উন্নয়ন ও গবেষণার অগ্রগতির জন্য করমুক্ত নীতির বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর আরোপিত কর পুনর্বিবেচনা করে তা গবেষণা ও উন্নয়নের জন্য পুনর্বিন্যাস করা হোক। এই বিনিয়োগের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো উদ্ভাবনী গবেষণা, উন্নত শিক্ষার পরিবেশ এবং দক্ষ জনশক্তি তৈরিতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে, যা দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সেক্রেটারি জেনারেল ইশতিয়াক আবেদীন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির ট্রেজারার কেবিএম মঈন উদ্দিন চিশতি, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. ফরাসউদ্দিন আহমেদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের চেয়ারপার্সন তামারা আবেদ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারপার্সন নাদিয়া আনোয়ার, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির ট্রাস্টি সদস্য রাশেদ চৌধুরী, আহসানউল্লাহ ইউনিভার্সিটির চেয়ারম্যান গোলাম রহমানসহ দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শতাধিক প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ভুলেই ফাঁস যুক্তরাষ্ট্রের ইয়েমেন হামলার গোপন পরিকল্পনা!

তুরস্কজুড়ে বিক্ষোভের ঝড়, এরদোয়ানের শাসন কতটা গণতান্ত্রিক?

ওয়াসিম হত্যা মামলায় ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

চিকিৎসকদের পরামর্শ, আপাতত বিশ্রামেই থাকতে হবে তামিমকে

ছাড়পত্র পেয়েছে ‘অন্তরাত্মা’, আসবে ঈদেই

একাত্তরে আ.লীগ নেতারা পালিয়েছিলেন : মির্জা ফখরুল

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে  / ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

৫ আগস্ট কবর হওয়া আ.লীগকে নিষিদ্ধ করতে হবে : রাশেদ প্রধান

তামিমকে দেখতে হাসপাতালে সাকিবের বাবা-মা

১০

এরদোয়ান আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছেন : তুর্কি তরুণী

১১

মা হলেন আথিয়া শেঠি

১২

পুলিশে আবারও বড় রদবদল

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে তিন কিলোমিটার যানজট

১৪

রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন নিয়ে জবি শিবিরের ইফতার

১৫

তুরস্কে পাঁচ দিনের বিক্ষোভে আটক ১১৩৩

১৬

জবির বি ইউনিটের ফল প্রকাশ  / বিচারপতি হতে চান সর্বোচ্চ নম্বরধারী নুবাহ সিদ্দিকা 

১৭

দেশে প্রথমবারের মতো তারকাদের নিয়ে 'টি-টোয়েন্টি টুর্নামেন্ট'

১৮

ইসলামী ব্যাংকিং ইসলামের মৌলিক আকিদার সঙ্গে সম্পর্কিত: ঢাবি ভিসি

১৯

মাঠে নামার আগে তামিমের সুস্থতার জন্য ক্রিকেটারদের দোয়া

২০
X