কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বিইউবিটির ষষ্ঠ সমাবর্তন সফলভাবে অনুষ্ঠিত

বিইউবিটির ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত। ছবি : সৌজন্য
বিইউবিটির ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত। ছবি : সৌজন্য

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) ষষ্ঠ সমাবর্তন সোমবার (২৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। ঢাকার শেরেবাংলা নগরের বিসিএফসিসিতে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠান জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠের মাধ্যমে শুরু হয়।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে সমাবর্তনে সভাপতিত্ব ও গ্র্যাজুয়েটদের ডিগ্রি প্রদান করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।

সমাবর্তনে বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী স্বাগত বক্তব্য রাখেন। তিনি গ্র্যাজুয়েটদের একাডেমিক সাফল্যের জন্য অভিনন্দন জানান। উপাচার্য তার বক্তব্যে বলেন, ‘প্রিয় শিক্ষার্থীরা, আজ আপনারা যে সফলতা অর্জন করেছেন, এতে সকল শিক্ষক, কর্মকর্তা, এবং অভিভাবকদের অবদানও সমানভাবে গুরুত্বপূর্ণ। স্মরণ রাখবেন, সাফল্য একদিনে আসে না, এটি অনেক বছরের পরিশ্রম এবং মানুষের কল্যাণে কাজ করার মধ্য দিয়ে অর্জিত হয়। আমি বিশ্বাস করি, যেখানেই যান, নিজেদের মধ্যে শৃঙ্খলা, সততা, এবং মানবিক মূল্যবোধ বজায় রাখবেন।’

অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিইউবিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব মো. শামসুল হুদা, এফসিএ। তিনি তার বক্তব্যে গ্র্যাজুয়েটদের উদ্দেশে বলেন, ‘আপনারা দেশের ভবিষ্যৎ, এবং আমি দৃঢ় বিশ্বাসী যে, আজ যারা ডিগ্রি পাচ্ছেন, তারা সমাজের জন্য ভালো কিছু করবেন। মনে রাখবেন, আপনাদের পথচলা শুধু বিইউবিটির নয়, বরং সমগ্র জাতির উন্নতি ও সমৃদ্ধির জন্য।’

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, ‘শিক্ষা জীবনের এই অর্জন শুধু ব্যক্তিগত কল্যাণেই সীমাবদ্ধ থাকবে না; বরং এটি পুরো সমাজ ও দেশকে এগিয়ে নিতে সহায়ক হবে। জীবনে সফলতা পেতে হলে শিক্ষা, কঠোর পরিশ্রম এবং মানবিক মূল্যবোধে বিশ্বাস রাখা প্রয়োজন।’

সমাবর্তনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল স্নাতকদের আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদান, এর পাশাপাশি কৃতী শিক্ষার্থীদের স্বর্ণপদক ও ক্রেস্ট প্রদান করা হয়। এবারের সমাবর্তনে চ্যান্সেলর’স গোল্ড মেডেল অর্জন করেন এমবিএ-এর ৪৮তম ইনটেকের শিক্ষার্থী ইশরাত জাহান। চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ গোল্ড মেডেল লাভ করেন এমএসসি ইন ইকোনমিকসের ৩৮তম ইনটেকের শিক্ষার্থী লাবিবা ফেরদৌস এবং উপাচার্য গোল্ড মেডেল লাভ করেন বিবএ-এর ৪৫তম ইনটেকের শিক্ষার্থী রাবেয়া আফরিন মীম।

স্বর্ণপদক ও ক্রেস্ট প্রদান শেষে সমাবর্তনের সভাপতি অধ্যাপক ড. এস এম এ ফায়েজ তার বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, ‘আজকের এই দিনটি আপনাদের সবার জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। আপনাদের এই অর্জন শুধুমাত্র অ্যাকাডেমিক সাফল্য নয়, এটি আপনার নিষ্ঠা, পরিশ্রম এবং মানবিক গুণাবলীর ফল। আমরা আশা করি, ভবিষ্যতে আপনি যেখানে থাকবেন, সেখানে আপনি শুধু নিজের উন্নতির দিকে মনোযোগ দেবেন না, বরং আপনার অর্জিত জ্ঞান এবং দক্ষতা ব্যবহার করে সমাজের উন্নয়ন ও কল্যাণে অবদান রাখবেন। আপনাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে নেতৃত্বের গুণাবলি দেখিয়েছেন, এবং আমরা বিশ্বাস করি, আপনারা দেশের অগ্রগতি ও সাফল্যের জন্য ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।’

এ ছাড়া বিইউবিটি ট্রাস্ট বোর্ডের সদস্যরা, সিন্ডিকেট ও অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্যরা, অতিথিরা, সাংবাদিক, ডিন, বিভাগীয় চেয়ারম্যান, ফ্যাকাল্টি মেম্বার, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমাবর্তনের আনুষ্ঠানিকতা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়াদে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

ভারতের প্রতি অভিমানে, চীনের দিকে ঝুঁকছে বাংলাদেশ

পদত্যাগপত্রে যা লিখেছেন নাহিদ ইসলাম

ফসলি জমি কেটে পুকুর খননের মহোৎসব

এখন রাজপথে থাকা বেশি প্রয়োজন : নাহিদ ইসলাম

বাংলাদেশ ইস্যুতে ইসকন নেতা গেলেন ভারতের সুপ্রিম কোর্টে, অতঃপর...

এক নজরে জেনে নিন নাহিদ সম্পর্কে কিছু তথ্য 

নাহিদের পদত্যাগে উপদেষ্টা আসিফের প্রতিক্রিয়া

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে একগুচ্ছ সিদ্ধান্ত

জাতিসংঘের ক্লাইমেট সায়েন্স মিটিংয়ে নেই যুক্তরাষ্ট্র

১০

১২ দিনের রিমান্ডে পলক

১১

নাহিদ ইসলামের পদত্যাগের খবরে সারজিসের স্ট্যাটাস

১২

নেইমারের ভবিষ্যৎ কি সান্তোসেই? ক্লাব প্রেসিডেন্ট জানালেন সিদ্ধান্ত

১৩

বন বিভাগের নানাবিধ অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

১৪

সারা দেশে বাড়বে রাতের তাপমাত্রা

১৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ খাতে অংশীদারত্বের ইঙ্গিত রাশিয়ার

১৬

যমুনায় বৈঠকে উপদেষ্টা পরিষদ

১৭

পুলিশকে কামড়, পালালেন আসামি

১৮

পদত্যাগ করলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম

১৯

রাতে পুকুরে বিষপ্রয়োগ, ১০ লাখ টাকার ক্ষতি

২০
X