ইংরেজি মাধ্যম ও ইংরেজি ভার্সন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো চতুর্থদশ আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াড।
শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরার ইন্টারন্যাশনাল হোপ স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতা অংশগ্রহণ করে সারা দেশের ৮০টি স্কুলের দেড় সহস্রাধিক শিক্ষার্থী। এই প্রতিযোগিতায় এবার পুরস্কার জিতেছেন ১৪৮ জন শিক্ষার্থী।
দিনব্যাপী অনুষ্ঠানমালায় প্রতিযোগীরা রচনা লেখা, আবৃত্তি, নাচ, গান, অঙ্কন, কুইজ এবং উপস্থিত বক্তৃতা বিষয়ে বয়সভেদে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ-এর প্রিন্সিপাল রোকসানা জারিন এবং চেয়ারম্যান টিমোতি ডোনাল্ড ফিশার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক ড. মোহাম্মদ আজম।
এবার অলিম্পিয়াডে বাংলা কুইজ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছে চারজন, চিত্রাঙ্কন প্রতিযোগিতার তিনজন, রচনা প্রতিযোগিতায় তিনজন, উপস্থিত বক্তৃতায় একজন। আর দলীয় নাচে প্রথম স্থান অর্জন করেছে এ ক্যাটাগরিতে ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ এবং বি ক্যাটাগরিতে মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুল। এ ছাড়া কবিতা আবৃত্তিতে তিনজন এবং সঙ্গীতে ছয় জন প্রথম পুরস্কার পেয়েছে।
মন্তব্য করুন