কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

পানিসম্পদ মন্ত্রণালয় প্রতিনিধি দলের ইউআইইউ পরিদর্শন

ইউআইইউ পরিদর্শন করেন পানিসম্পদ মন্ত্রণালয় প্রতিনিধি একটি দল। ছবি : সৌজন্য
ইউআইইউ পরিদর্শন করেন পানিসম্পদ মন্ত্রণালয় প্রতিনিধি একটি দল। ছবি : সৌজন্য

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইনস্টিটিউট অব রিসার্চ, ইনোভেশন, ইনকিউবেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশন (আইরিক) শনিবার (২৩ ফেব্রুয়ারি) পরিদর্শন করে। চলমান গবেষণা ও উদ্ভাবন প্রকল্প পরিদর্শন এবং ভবিষ্যৎ প্রযুক্তিগত সহযোগিতার সুযোগ অন্বেষণ করা ছিল পরিদর্শনের মূল উদ্দেশ্য।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অতিরিক্ত সচিব (প্রশাসন) জনাব আব্দুল লতিফ মোল্লা। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- যুগ্ম সচিব (ডেভেলপমেন্ট-১) মো. লুৎফর রহমান, যুগ্ম সচিব (প্রশাসন) মো. হাবিবুর রহমান, যুগ্ম সচিব (আরএমপিএআর ইউনিট) নাজমা বেগম এনডিসি, যুগ্ম সচিব (মনিটরিং ও ইমপ্লিমেন্টেশন) আব্দুল্লাহ আল আরিফ, উপসচিব (প্রশাসন-২) সুজিত হাওলাদার এবং উপসচিব (পরিকল্পনা-১) ফারহানা করিমসহ আরও ৮ জন ঊর্ধ্বতন কর্মকর্তা।

প্রতিনিধি দলটি আইরিক-এ চলমান বিভিন্ন গবেষণা প্রকল্প ঘুরে দেখেন এবং অত্যাধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক প্রয়োগ দেখে অভিভূত হন। বিশেষত স্মার্ট এআই রিসেপশন অ্যাসিস্ট্যান্ট (SARA), নিউরোমার্কেটিং এবং সুস্বাস্থ্য এআইয়ের মতো উদ্ভাবনী প্রকল্প দেখে কর্মকর্তারা মুগ্ধ হন।

পরিদর্শনের অংশ হিসেবে ‘আধুনিক সরকার ব্যবস্থাপনায় ইন্টারনেট অফ থিংস (আইওটি) এর ব্যবহার’ শীর্ষক একটি কর্মশালা আয়োজন করা হয়। আইরিকের পরিচালক প্রফেসর ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন কর্মশালার মূল বক্তব্য উপস্থাপন করেন। যেখানে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ ও স্বয়ংক্রিয় প্রযুক্তির ভূমিকা তুলে ধরা হয়। সরকারি কর্মকর্তারা কীভাবে এআই ও আইওটি ব্যবহারের মাধ্যমে নীতিমালা প্রণয়ন, বাস্তবায়ন, অবকাঠামো পর্যবেক্ষণ ও জলবায়ু সহনশীলতা উন্নত করা যায়, তা নিয়ে গবেষকদের সঙ্গে বিশদ আলোচনা করেন

কর্মশালায় কর্মকর্তারা বন্যার দিকনির্দেশনা ও সময়ভিত্তিক পূর্বাভাস, নদীতীরের ব্লক গণনা, এবং ঐতিহাসিক তথ্যের কার্যকর ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তুলে ধরেন। তারা জানান, বর্তমানে বন্যার পূর্বাভাস থাকলেও নির্দিষ্ট সময় ও দিক নির্ধারণ কঠিন। আইরিকের গবেষকরা উন্নত এআই, স্মার্ট সেন্সর ও Narrow Band Iot প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই চ্যালেঞ্জগুলো মোকাবিলার সম্ভাবনা তুলে ধরেন। বিশেষ করে, এআইভিত্তিক পূর্বাভাস ব্যবস্থার মাধ্যমে আকস্মিক বন্যার ঝুঁকি কমানোর সম্ভাবনা উন্মোচিত হয়।

আলোচনায় সরকারি কর্মকর্তারা ও গবেষকরা একমত হন যে, উন্নয়ন ও সমস্যার সমাধানে গবেষণা ও প্রযুক্তির সঙ্গে সরকারি নীতিমালার সমন্বয় অপরিহার্য। পরিদর্শনটি সরকারি-বেসরকারি অংশীদারত্বের নতুন সম্ভাবনা উন্মোচন করেছে, যেখানে আইরিক, ইউআইইউ ও পানিসম্পদ মন্ত্রণালয় ভবিষ্যতে গবেষণা ও প্রযুক্তিগত সহযোগিতা আরও বিস্তৃত করার প্রতিশ্রুতি দেয়। আইরিকের অগ্রগতি প্রমাণ করে যে, বাংলাদেশেও বিশ্বমানের গবেষণা হচ্ছে, যা দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য

১৩ বছর পর সম্পর্কটা বিয়েতে গড়াল : মেহজাবীন

আমাদের টার্গেট ডিসেম্বরে জাতীয় নির্বাচন : সিইসি

ময়মনসিংহে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে সেনাবাহিনী-ফায়ার সার্ভিস

জনসমর্থন কাজে লাগাতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : নুর

রংপুরে মেডিকেল ও ম্যাটস শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান

কাফরুল থানা আ.লীগের সভাপতিসহ ৪ জন রিমান্ডে

কর্মীর শরীরে হাত রাখায় মন্ত্রীর পদত্যাগ

‘আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় রক্ষা পেয়েছে পূজা মণ্ডপ’

১০

কবরস্থানের চাঁদা না দেওয়ায় নিজ গ্রামে দাফন হয়নি শহীদ মতিউরের মরদেহ

১১

ওষুধের নামে মাদক পাচার করছে ভারতীয় কোম্পানি

১২

উদিত নারায়ণের বিরুদ্ধে প্রথম স্ত্রীর মামলা

১৩

ট্রাক-বাসের সংঘর্ষে প্রাণ গেল শিশুসহ মায়ের

১৪

আগামী নির্বাচনের দিকে বেশি নজর দিচ্ছে বিএনপি : এ্যানি

১৫

সালমান এফ রহমানের ৩৫৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬

আমু-মামুনসহ ৮ জন নতুন মামলায় গ্রেপ্তার

১৭

জনগণের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে কঠোর ব্যবস্থা : যুবদল

১৮

বাঁচা-মরার ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ, ফিরেছেন নাহিদ-মাহমুদউল্লাহ

১৯

অতিরিক্ত বলপ্রয়োগ না করতে সেনা সদস্যদের প্রতি আহ্বান সেনাপ্রধানের

২০
X