ইমপিরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল ও ইমপিরিয়াল একাডেমিক কেয়ারের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ইমপিরিয়াল স্টার অ্যাওয়ার্ড অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যাল ২০২৫’।
শনিবার (২২ ফেব্রুয়ারি) ফার্মগেটের কেআইবিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবারের আয়োজনে ১৬ শিক্ষার্থীকে ল্যাপটপ পুরস্কার প্রদান করা হয়।
এছাড়াও সেরা ১৬ শিক্ষার্থীকে ট্যাবলেট পুরস্কার, বছরের সেরা পারফর্মার পুরস্কার, স্বেচ্ছাসেবকদের জন্য বিশেষ স্বীকৃতি, উদ্ভাবনী প্রকল্পের জন্য পুরস্কারসহ ৪০০-এর বেশি ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।
ইমপিরিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা সাদ্দাম হোসেন বলেন, আমাদের লক্ষ্য ইমপিরিয়ালকে আগামী পাঁচ বছরে দেশের এক নম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করা। আমরা শুধু একাডেমিক সাফল্যের জন্য কাজ করছি না, বরং শিক্ষার্থীদের জীবনের সব ক্ষেত্রে সফল করতে চাই। ইমপিরিয়াল তার শিক্ষার্থীদের কৃতিত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সম্মানিত করে।
তিনি বলেন, এই সফল আয়োজনের মধ্য দিয়ে ‘ইমপিরিয়াল স্টার অ্যাওয়ার্ড অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যাল ২০২৫’ একটি স্মরণীয় অধ্যায় রচনা করল। ইমপিরিয়াল ভবিষ্যতে আরও বড় পরিসরে এই আয়োজন করার পরিকল্পনা করছে, যেখানে থাকবে আরও চমকপ্রদ পুরস্কার, আকর্ষণীয় পরিবেশনা এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিলীপ কুমার বড়ুয়া উপাচার্য, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, ডেভিড ডাওল্যান্ড, রেজিস্ট্রার, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, মো. আব্দুর রহমান-ফাউন্ডার ও এমডি, বন্দি পাঠশালা, ইমাম হোসেন ফাউন্ডার ও সিইও, হেডম্যান একাডেমি প্রমুখ।
মন্তব্য করুন