চট্টগ্রামে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। এতে চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও স্বনামধন্য কলেজের ১২টি দল অংশ নিচ্ছে। আগামী ২৫ ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে নগরীর এম. এ. আজিজ স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সচিব মো. আশরাফুল আমিন। বিশ্ববিদ্যালয়ভিত্তিক এই ক্রীড়া প্রতিযোগিতা চট্টগ্রাম সিটি করপোরেশন, রোটার্যাক্ট ক্লাব অব মেডিক্যাল কমিউনিটি ও পিএইচআর কমিউনিকেশন লিমিটেড যৌথভাবে আয়োজন করছে।
টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো হলো- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার ইউনিভার্সিটি, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সাউদার্ন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং, মেরিন সিটি মেডিকেল কলেজ, ইন্সটিটিউট অব অ্যাপ্লাইড হেলথ সায়েন্স, চট্টগ্রাম সরকারি কলেজ, হাজী মো. মহসিন কলেজ, গভ. কমার্স কলেজ, সরকারি সিটি কলেজ, ইসলামিয়া ডিগ্রি কলেজ।
উদ্বোধন অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব আশরাফুল আমিন বলেন, বন্দর নগরী চট্টগ্রাম ক্রীড়াঙ্গণের প্রাণকেন্দ্র। বিশ্ববিদ্যালয় পর্যায়ের এই টুর্নামেন্ট আমাদের শিক্ষার্থী ও যুব সমাজকে ক্রীড়ার প্রতি অনুপ্রাণিত করবে। সিটি করপোরেশন সবসময় ক্রীড়াবান্ধব উদ্যোগকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও করবে। এই আয়োজন শুধু একটি ফুটবল প্রতিযোগিতা নয় বরং এটি চট্টগ্রামের শিক্ষার্থী ও ক্রীড়ামোদীদের জন্য একটি মিলনমেলা। আগামী ১০ দিন ধরে চলমান এই প্রতিযোগিতা ফুটবলপ্রেমীদের এক নতুন অভিজ্ঞতা দেবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সাবেক প্রধান প্রকৌশলী মতিউর রহমান, প্রিমিয়ার ইউনিভার্সিটি রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলা ও মানবিক অনুষদের সাবেক ডিন প্রফেসর মনসুর উদ্দীন আহমেদ, পিএইচআর কমিউনিকেশন লিমিটেড চেয়ারম্যান আব্দুর রশিদ।
মন্তব্য করুন