জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্নাতকোত্তর শ্রেণিতে থিসিস বণ্টন নীতিমালা প্রণয়ন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) পরিপত্রের বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হয়। পরিপত্রে বলা হয়েছে, গত ০৫ ডিসেম্বর গঠিত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী একাডেমিক কাউন্সিলে রিপোর্ট সাপেক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শ্রেণিতে থিসিস বণ্টনের নীতিমালা অনুমোদিত হয়েছে।
নীতিমালা অনুযায়ী যে সব শিক্ষার্থীর স্নাতক (সম্মান)/বিবিএ পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ৩.০০ আছে তারা থিসিস গ্রহণের জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়া কোনো শিক্ষক স্নাতকোত্তর শ্রেণিতে এক শিক্ষাবর্ষে সর্বোচ্চ ০৩ (তিন) জনের বেশি শিক্ষার্থীর থিসিস সুপারভাইজার হতে পারবেন না।
থিসিস গ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদনে যে সব বিষয়ে থিসিস করতে আগ্রহী তার মধ্যে ন্যূনতম তিনটি বিষয় (টপিক) উল্লেখ করতে হবে। আবেদনকারী শিক্ষার্থীর মেধাক্রম ও বিষয় (টপিক) অনুযায়ী বা লটারি বা বিভাগীয় একাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তার থিসিস সুপারভাইজার নির্ধারিত হবে।
এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট বিভাগ প্রধান দুই শর্তপূরণ সাপেক্ষে এবং পরের শর্তাবলীর আলোকে স্নাতকোত্তর শ্রেণিতে থিসিস বণ্টন করতে পারবেন।
মন্তব্য করুন