কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৭ পিএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

প্রাথমিক বিদ্যালয়কে মান অনুযায়ী লাল, হলুদ ও সবুজে চিহ্নিত করা হবে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বা এ ধরনের পরীক্ষার পরিবর্তে ন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্টের (এনএসএ) আদলে মৌলিক দক্ষতা জরিপের মাধ্যমে প্রতি বিদ্যালয়কে মান অনুযায়ী লাল, হলুদ ও সবুজ ক্যাটাগরিতে চিহ্নিত করা হবে। প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের দায়িত্ব হবে প্রতি বিদ্যালয়কে সবুজে রূপান্তরিত করা।

এমন ১৪টি সুপারিশের কথা জানিয়েছেন প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষা সংস্কার পরামর্শ কমিটির আহ্বায়ক ড. মনজুর আহমদ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ‘প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার সার্বিক মানোন্নয়নের উদ্দেশ্যে গঠিত কনসালটেশন কমিটির প্রতিবেদন দাখিল’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সুপারিশের কথা জানান তিনি।

মনজুর আহমদ বলেন, আমাদের সুপারিশ ১৪টি নয়, আরও আছে। আজ নির্বাচিত কিছু সুপারিশের কথা এখানে তুলে ধরা হয়েছে। এ সরকারের চরিত্র ভিন্ন রকম। আশা করি সংস্কারগুলো নিয়ে তারা কাজ করবে। প্রধান ৮টি বিষয় চিহ্নিত করে সুপারিশ প্রণয়ন করা হয়েছে। ৮টি বিষয় হচ্ছে— শিক্ষণ-শিখন ও শিক্ষার্থী মূল্যায়ন; শিক্ষক ও শিক্ষাকর্মী; অভিগম্যতা, অন্তর্ভুক্তি ও বৈষম্য নিরসন; প্রাক-প্রাথমিক শিক্ষা ও শিশুর বিকাশ; উপানুষ্ঠানিক শিক্ষা ও বিদ্যালয়-বহির্ভূত শিশু; শিক্ষা শাসন ও ব্যবস্থাপনা; ক্ষেত্রনির্বিশেষে ক্রস-কাটিং বিষয় এবং সংস্কার বাস্তবায়ন, অর্থায়ন ও পরবর্তী পদক্ষেপ।

তিনি বলেন, বিভিন্ন অংশ গোষ্ঠীর সঙ্গে মতবিনিময় এবং প্রত্যন্ত অঞ্চলসহ দেশের ১১টি জেলার ১২টি উপজেলায় সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন তৈরি করা হয়েছে। এগুলোকে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি করণীয় হিসেবে ভাগ করা হয়েছে।

তিনি আরও বলেন, এখন অনেক শিক্ষার্থী তাদের শিখন অর্জন করে না। শিক্ষার্থী শিখনের যথেষ্ট উপযুক্ত হয়তো দেখছি না। তাই শিখনের ক্রাইটেরিয়া হবে লাল, হলুদ, সবুজ। কতটা শিখল, সেটিই যাচাই করা হবে। এ নিয়ে আমাদের মূল প্রতিবেদনে আরও কিছু বিষয় থাকবে। শিক্ষকদের গ্রেডের পরিবর্তন আমরা আশু হিসেবেই সুপারিশ করছি। এরপর সরকার সবদিক বিবেচনা করে সিদ্ধান্ত নিবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলা সাইনবোর্ডে আপত্তি ইলন মাস্কের

ঢাকায় ঝিরঝির বৃষ্টির মতো কুয়াশা ঝরছে

আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা  

মঙ্গলবার ঢাকার যেসব মার্কেট বন্ধ

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

পটুয়াখালীতে বেড়েছে বোরো আবাদ

১১ ফেব্রুয়ারি : আজকের নামাজের সময়সূচি

চলতি পথে হঠাৎ বিকল ট্রেন, যাত্রীদের আপ্যায়নে গ্রামবাসী

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে পদযাত্রা 

‘৫ আগস্টের পর দেশে ইসলামের পক্ষের পরিবেশ তৈরি হয়েছে’

১০

বন্য হাতির আক্রমণে প্রাণ গেল নারীর

১১

স্থগিত কমিটি বহালের দাবিতে ছাত্রদের সড়ক অবরোধ

১২

আসামি ধরতে গিয়ে তোপের মুখে খালি হাতে ফিরল র‌্যাব

১৩

মোবাইলের ডিসপ্লে নষ্ট করায় হত্যা, ৩ জনের যাবজ্জীবন

১৪

ভুল চিকিৎসায় ফের রোগী মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাঙচুর

১৫

‘দরজা ভেঙে ভেতরে দেখি বাবার গলা কাটা মরদেহ’

১৬

আমরা জনগণের পুলিশ : ডিএমপি কমিশনার

১৭

সেনাপ্রধানের সঙ্গে সৌদি আরব রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

বইমেলায় অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের উন্মুক্ত সাংস্কৃতিক চর্চাকে ক্ষুণ্ন করে : প্রধান উপদেষ্টা

১৯

সমাজবিরোধীরা কোনো ব্যক্তিকে হুমকি দিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স

২০
X