বৈষম্যমূলক পোষ্য কোটা বাতিল ও জুলাই আন্দোলনে সহিংসতায় জড়িত শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কারসহ পাঁচ দফা দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্র আন্দোলন।
রোববার (৯ ফেব্রুয়ারি) সংগঠনটির সভাপতি মো. আব্দুল ওয়াহিদ স্বাক্ষরিত এ স্মারকলিপি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের কাছে জমা দেওয়া হয়।
স্মারকলিপিতে তাদের পাঁচটি দাবি হলো- বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তিতে বিদ্যমান বৈষম্যমূলক পোষ্য কোটা অবিলম্বে বাতিল করতে হবে। নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত কিংবা জুলাই আন্দোলনে সহিংসতায় জড়িত শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কার করতে হবে। যেসব শিক্ষক এখনো ফ্যাসিবাদের নীলনকশা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তাদের বিরুদ্ধে অবিলম্বে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক ও কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক মান উন্নয়নের লক্ষ্যে ত্রিবার্ষিক পরিকল্পনা গ্রহণ ও তা শিক্ষার্থীদের কাছে পেশ করতে হবে।
এ বিষয়ে ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মো. আব্দুল ওয়াহিদ বলেন, উপাচার্যের সঙ্গে ৫ দফা বিষয়ে সন্তোষজনক আলোচনা হয়েছে। বিশেষ করে যেসব শিক্ষার্থী ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত এবং জুলাই অভ্যুত্থানে সহিংসতায় জড়িত ছিল তাদের বহিষ্কার করতে প্রমাণসহ অভিযোগ দাখিল করলে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
এ সময় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুল ওয়াহীদ এবং সহসভাপতি মোফাচ্ছেল হোসাইন সৈকত ও অন্য নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন