বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) গণিত বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী ‘এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন-বাংলাদেশ ম্যাথমেটিকস সোসাইটি তৃতীয় জাতীয় গণিত সম্মেলন-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। এতে স্বর্ণপদকও দেওয়া হয়েছে।
শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. সাইদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘চতুর্থ শিল্পবিপ্লবের ফলে এআই ব্যবহার বাড়ছে। এর সবচেয়ে বড় নিয়ামক হলো গণিত। বর্তমানে এআইয়ের ব্যাপক ব্যবহারের ফলে মানব ব্রেইন বিকাশ বাধাগস্ত হচ্ছে। যার ফলে মানব সভ্যতা বিলুপ্তির আশঙ্কা রয়েছে। ব্রেইন ডেভেলপে গণিতের চর্চা বাড়াতে হবে। তিনি প্রাথমিক স্তর থেকে গণিত চর্চা ব্যাপকভাবে প্রসারে মতপ্রকাশ করেন।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন, অধ্যাপক ড. আল-নকীব চৌধুরী, বাংলাদেশ গণিত সমিতি সভাপতি ও পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি এম নুরুল আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুয়েটে গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নাজমা পারভীন। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সম্মেলনের সচিব বুয়েটের গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফরহাদ উদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম খান।
সম্মেলনে ১৮৪ টি পেপার উপস্থাপন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় গণিত বিভাগের ২ জন এমএসসি এবং ২ জন এমফিল শিক্ষাথীকে স্বর্ণপদক দেওয়া হয়েছে।
সমাপনী অনুষ্ঠানের অতিথি অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম সম্মেলন সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন, বাংলাদেশ গণিত সমিতি এবং বুয়েটের গণিত বিভাগকে ধন্যবাদ জানান। তিনি এ সম্মেলন ঢাকার বাহিরে আয়োজন করার জন্য উৎসাহিত করেন।
এতে সভাপতিত্ব করেন গণিত বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নাজমা পারভীন। এ ছাড়া উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সম্মেলনের সচিব অধ্যাপক ড. মোহাম্মদ ফরহাদ উদ্দিন। তিনি আয়োজক কমিটির সদস্য এবং বিজ্ঞাপন দাতাদের ধন্যবাদ জানান।
মন্তব্য করুন