মেডিকেলের প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে খুলনার থ্রি ডক্টরস কোচিং সেন্টারের পরিচালক ডা. ইউনুস খান তারিমকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা।
শুক্রবার (১৮ আগস্ট) সকালে তাকে খুলনা থেকে আটক করে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। খুলনা সদর থানার ওসি হাসান আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক্স বিভাগের সহকারি রেজিস্ট্রার ডা. তারিম আওয়ামীপন্থী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ খুলনা জেলার সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এ ছাড়া ছাত্রলীগ খুলনা মেডিকেল কলেজ শাখার সাবেক সভাপতি ছিলেন ডা. তারিম।
পুলিশ জানায়, খুলনা বিএমএ কার্যকরী পরিষদ এর সদস্য ডা. ইউনুস খান তারিম এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তদন্ত চলছিল। তিনি তার মালিকানাধীন থ্রি ডক্টরস কোচিং সেন্টারের মাধ্যমে মেডিকেল কলেজে ভর্তির প্রশ্নপত্র ফাঁস করে গত ১৬ বছরে কোটি কোটি টাকা আয় করেছেন। দীর্ঘ তদন্তে তাকে একাধিকবার ঢাকায় সিআইডি কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
খুলনা সদর থানার ওসি হাসান আল মামুন বলেন, মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছে।
এর আগে ২০১৮ সালে ডা. তারিমকে একই অভিযোগে আটক করেছিলে আইনশৃঙ্খলা বাহিনী। তবে দুই দিন জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়।
মন্তব্য করুন