ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

জগন্নাথ হলের সরস্বতী পূজায় থাকছে ৭৩ বিভাগ-ইনস্টিটিউটের মণ্ডপ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল প্রশাসনের সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল প্রশাসনের সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে প্রতিমা স্থাপনের মাধ্যমে এ বছরের শ্রীশ্রী সরস্বতী পূজার আনুষ্ঠানিক পর্ব শুরু হয়েছে। এবার এ হলে ৭৩টি বিভাগ ও ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় সরস্বতী পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। হল প্রশাসনের পূজা হলের উপাসনালয়ে এবং বিভাগ বা ইনস্টিটিউটগুলোর পূজা হলের মাঠে স্থাপিত নিজস্ব মণ্ডপে অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পূজার সার্বিক কার্যক্রম তত্ত্বাবধানে হল প্রশাসনের মোট ১১টি উপকমিটি কাজ করছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) হলটির প্রাধ্যক্ষ কার্যালয়ে শ্রীশ্রী সরস্বতী পূজা ১৪৩১- এ গৃহীত সার্বিক প্রস্তুতি সম্পর্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।

এ সময় জগন্নাথ হলের প্রাধ্যক্ষ ও সরস্বতী পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক দেবাশীষ পাল, পূজা উদযাপন কমিটির আহ্বায়ক মিঠুন কুমার সাহা এবং জগন্নাথ হলের আবাসিক শিক্ষক শিমুল হালদারসহ হলটির অন্য হাউজ টিউটররা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য প্রদান করেন অধ্যাপক দেবাশীষ পাল। তিনি বলেন, আজ থেকে প্রতিমা স্থাপনের মাধ্যমে এ বছরের শ্রীশ্রী সরস্বতী পূজার আনুষ্ঠানিক পর্ব আরম্ভ হচ্ছে। এ বছর জগন্নাথ হল অভ্যন্তরে হল প্রশাসনের পূজাসহ ৭৩টি বিভাগ ও ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। হল প্রশাসনের পূজা হলের উপাসনালয়ে এবং বিভাগ ও ইনস্টিটিউটগুলোর পূজা হলের মাঠে স্থাপিত নিজস্ব মণ্ডপে অনুষ্ঠিত হবে। মণ্ডপের স্থান নির্ধারণ করা হয়েছে প্রত্যেক বিভাগ ও ইনস্টিটিউটের পূজা কমিটির উপস্থিতিতে লটারির মাধ্যমে। পূজার সার্বিক কার্যক্রম তত্ত্বাবধানে হল প্রশাসনের মোট ১১টি উপকমিটি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, গত জুলাই বিপ্লবের মধ্যদিয়ে আমরা বৈষম্যহীন ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার এক মহান প্রত্যয় গ্রহণ করেছি। এবারের সরস্বতী পূজা তাই এক ভিন্ন আঙ্গিকে আয়োজিত হতে চলেছে। ঐতিহ্যবাহী জগন্নাথ হলের উপাসনালয়ে দুদিনব্যাপী এ আয়োজনের মধ্যে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা, রক্তদান কর্মসূচি ইত্যাদি রয়েছে। এছাড়াও হলের অভ্যন্তরে দর্শনার্থী শিশু-কিশোরদের চিত্তবিনোদন উপযোগী বেশ কিছু রাইড, খেলনা ও বিশুদ্ধ খাবার দোকানের ব্যবস্থাও রাখা হচ্ছে। আগত পুণ্যার্থীদের সার্বক্ষণিক সহযোগিতার জন্য বেশ কয়েকজন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে।

অধ্যাপক দেবাশীষ পাল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রোউপাচার্য (প্রশাসন ও শিক্ষা), কোষাধ্যক্ষ ও প্রক্টররা সার্বক্ষণিক ও কার্যকর তত্ত্বাবধানের মাধ্যমে জগন্নাথ হল প্রশাসন হল উপাসনালয়ে তথা পূজামণ্ডপ থেকে শুরু করে সমগ্র হল প্রাঙ্গণের নিরাপত্তা নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে চলেছে। এ বিষয়ে প্রয়োজনীয় লোকবল ও কারিগরি সহায়তা দিয়ে আমাদের পাশে রয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), শাহবাগ থানা, ফায়ার সার্ভিস, বর্ডার গার্ড অব বাংলাদেশসহ বিভিন্ন নিরাপত্তা এজেন্সি।

পূজার দিন শিক্ষার্থীদের জন্য নির্দেশনাবলি

সংবাদ সম্মেলন থেকে পূজার দিন শিক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনার কথা জানানো হয়। সেগুলো হল- পূজার ভাবগাম্ভীর্য ও পবিত্রতা সর্বদা বজায় রাখতে হবে; জগন্নাথ হলের আবাসিক/অনাবাসিক শিক্ষার্থীকে সার্বক্ষণিক পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে; জগন্নাথ হল প্রশাসনের অনুমতি ব্যতিত মোটরসাইকেল নিয়ে হলে প্রবেশ করা যাবে না; বিশেষ প্রয়োজন ছাড়া উপাসনালয়ের মূল বেদীতে ওঠা যাবে না; উপাসনালয়ে/হল প্রাঙ্গণে সব ধর্ম-বর্ণের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করতে হবে এবং কোনো ধর্মের প্রতি বিরূপ মন্তব্য করা যাবে না; উপাসনালয়ে/হল প্রাঙ্গণে দেশ ও রাষ্ট্রবিরোধী কোনো বক্তব্য/মন্তব্য করা যাবে না; হল প্রশাসনের অনুমতি ছাড়া ভবনে/রুমে কোনো অতিথি নিয়ে প্রবেশ করা যাবে না; হলের মধ্যে পার্টি স্প্রে, গ্যাস বেলুন, আতশবাজি, ফানুস, ইত্যাদি বহন ও ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ; হল প্রাঙ্গণে নির্ধারিত স্থান/লাল রঙের বিন ব্যতিত কোথাও ময়লা-আবর্জনা ফেলা যাবে না এবং পূজা প্রাঙ্গণে সন্দেহভাজন কোন ব্যক্তি বা কর্মকান্ড নজরে এলে তৎক্ষণাৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।

অতিথিদের জন্য নির্দেশনাবলি

শ্রীশ্রী সরস্বতী পূজার ভাবগাম্ভীর্য ও পবিত্রতা সর্বদা বজায় রাখতে হবে; বিশেষ প্রয়োজন ছাড়া উপাসনালয়ের মূল বেদীতে ওঠা যাবে না; মন্দির/হল প্রাঙ্গণে সব ধর্ম-বর্ণ-শ্রেণি-পেশার দর্শনার্থীদের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করতে হবে; উপাসনালয় বা হল প্রাঙ্গণে রাষ্ট্র বা ধর্মবিরোধী কোনো বক্তব্য/মন্তব্য করা যাবে না; হল প্রশাসনের যথাযথ অনুমতি ব্যতিত কোনো অতিথি শিক্ষার্থীদের ভবনে/রুমে প্রবেশ করতে পারবে না; হল প্রাঙ্গণে কোনো প্রকার যানবাহন নিয়ে প্রবেশ করা যাবে না। হাইকোর্ট ও বকশীবাজার দিয়ে আগত অতিথিদের যানবাহন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে (দোয়েল চত্বর সংলগ্ন) পার্কিং করবেন। নীলক্ষেত, শাহবাগ ও পলাশী দিয়ে আগত অতিথিদের যানবাহন হাজী মুহম্মদ মুহসীন হলের (নীলক্ষেত সংলগ্ন) মাঠে পার্কিং করবেন; নিরাপত্তা ব্যবস্থাপনা ও তল্লাশির প্রয়োজনে সংশ্লিষ্ট কর্মীকে সহযোগিতা করতে হবে; আগত দর্শনার্থীরা শুধুমাত্র হলের দক্ষিণ দিকের গেট (বুয়েট সংলগ্ন) বা উত্তর দিকের গেট (টিএসসি সংলগ্ন) দিয়ে প্রবেশ ও প্রস্থান করবেন; দক্ষিণ দিকের গেট সংলগ্ন অতিথি কক্ষে স্থাপিত ব্রেস্ট ফিডিং কর্নারে মায়েরা প্রয়োজনে দুগ্ধপান করাতে পারবেন; হলের মধ্যে পার্টি স্প্রে, গ্যাস বেলুন, আতশবাজি, ফানুস ইত্যাদি বহন ও ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ; হল প্রাঙ্গণে নির্ধারিত স্থান/লাল রঙের বিন ছাড়া কোথাও ময়লা-আবর্জনা ফেলা যাবে না; প্রণামী/অনুদান উপাসনালয়ের নির্দিষ্ট প্রণামী বাক্স বা তথ্যকেন্দ্রে প্রদান করতে পারবেন; হলের অভ্যন্তরে কোনো প্রকার ধূমপান, এলকোহল জাতীয় পণ্য বা অন্য কোনো নেশা জাতীয় দ্রব্য বহন বা সেবন করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ; পূজা প্রাঙ্গণ পরিদর্শন শেষে হলের অভ্যন্তরে অবস্থান না করে দ্রুততম সময়ে হলত্যাগ করতে হবে। রাত ১০টার মধ্যে আগত অতিথিদের অবশ্যই জগন্নাথ হল প্রাঙ্গণ ত্যাগ করতে হবে এবং পূজা প্রাঙ্গণে সন্দেহভাজন কোন ব্যক্তি বা কর্মকান্ড নজরে এলে তৎক্ষণাৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাছ চুরির মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

পাংশায় শ্রমিক দলের কমিটি নিয়ে মিথ্যাচারের প্রতিবাদ

লিবিয়ায় ভূমধ্যসাগর উপকূলে অন্তত ২০ বাংলাদেশির লাশ উদ্ধার

নরসিংদীতে ৯ হাজার স্বেচ্ছাসেবীর মিলনমেলা

চাঁদা নিয়ে সন্ত্রাসীদের বিএনপিতে আশ্রয় দেওয়ার অভিযোগ

এবার ১ দফা ঘোষণা তিতুমীর শিক্ষার্থীদের

প্রতিটি ডলারের পাই পাই জবাব দেওয়া হবে যুক্তরাষ্ট্রকে

সুস্থ জাতি গড়তে খেলাধুলা অন্যতম মাধ্যম : আমিনুল হক

বিদ্যালয়ের অনুষ্ঠানে বেজে উঠল আ.লীগের নির্বাচনী প্রচারের গান

শাবির ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন পাঁচ গবেষক

১০

আন্দোলন সংশ্লিষ্ট নারীরা রাস্তায় হয়রানির শিকার হচ্ছেন, অভিযোগ উমামা ফাতেমার

১১

‘তোদের সবার মৃত্যুদণ্ড হবে, সময় থাকতে কেটে পড়’

১২

অনির্বাচিত সরকার দিয়ে দেশ বেশিদিন চলতে পারে না : খোকন

১৩

নলকূপ থেকে উঠছে না পানি, স্থানীয়দের হাহাকার

১৪

কোনো অবস্থাতেই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অনুমোদনযোগ্য নয়

১৫

রামেকে আইসিইউ বুক কর্নার / বই পড়ে সময় কাটে রোগীর স্বজনদের

১৬

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে ‘খাল দখলে’ পানামায় পাঠাচ্ছেন ট্রাম্প!

১৭

‘মুজিব পরিবারকে বাংলাদেশের মানুষ রাজনীতিতে স্থান দেবে না’ 

১৮

ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখার পরামর্শ দিলেন জাতীয় পার্টির কাজী মামুন

১৯

তারেক রহমানের নেতৃত্বে হাসিনা সরকারের পতন হয়েছে : টিপু

২০
X