ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সহশিক্ষা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সেই সঙ্গে অনুষ্ঠিত হয়েছে বাণিজ্য মেলা।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল স ম মাহবুব-উল-আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও মানারাত ট্রাস্টের সদস্য এবং অ্যাকাডেমিক কমিটির আহ্বায়ক ড. মো. মোজাম্মেল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সহশিক্ষা কার্যক্রম লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের যোগ্যতা বৃদ্ধি করবে এবং শিক্ষার্থীদের বিজ্ঞান, প্রযুক্তি এবং পরিবেশ সচেতন যোগ্য ও দক্ষ নাগরিক গড়ে তুলতে সাহায্য করবে।
এ ছাড়াও মেলা সম্পর্কে তিনি বলেন, আমাদের শিক্ষার্থীদের ব্যবসায়ী এবং উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে। উদ্বোধন শেষে অতিথিদের নিয়ে বিভিন্ন ক্লাবের কার্যক্রম এবং কলেজের বাণিজ্য মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা।
মন্তব্য করুন