শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে মোহাম্মদ নুরুজ্জামান ও মো. রবিউল ইসলাম। এর মধ্যে সভাপতি পদে ভোট গ্রহণ হলেও সাধারণ সম্পাদক পদের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নুরুজ্জামান তার প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম চাকলাদারকে হারিয়ে সভাপতি নির্বাচিত হন।
শনিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর গণি রোডস্থ শিক্ষা ভবনে সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১২৮ সদস্যের মধ্যে ৬৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মো. রবিউল ইসলাম ছাড়াও সহ-সভাপতি পদে এস এম আশেকুজ্জামান, যুগ্ম সম্পাদক পদে মো. নাসির উদ্দিন এবং কোষাধ্যক্ষ পদে মো. রফিকুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
দিনব্যাপী ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিটির চেয়ারম্যান মো. আব্দুর রহিম।
নবনির্বাচিত সাত কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- মো. এনামুল হক, আব্দুল মান্নান বুলবুল, এসএম মাসুদ পারভেজ, শহিদুল ইসলাম, মো. ইউসুফ আলী, মো. বশির উদ্দিন ও মো. শাহ আলম।
মন্তব্য করুন