জাতীয় শিক্ষক ফোরামের সিনিয়র সহসভাপতি মাওলানা এ বি এম জাকারিয়া বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বেসরকারি শিক্ষকদের জীবনযাত্রায় নাভিশ্বাস উঠেছে। মাসিক বেতনের সঙ্গে বাজার খরচ মিলাতে হিমশিম খাচ্ছে দেশের এমপিওভুক্ত সাড়ে পাঁচ লাখ শিক্ষক কর্মচারী। এমন পরিস্থিতিতে বেসরকারি শিক্ষকদের জন্য ২০ ভাগ মহার্ঘ্য ভাতা এখন সময়ের দাবি।
রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে, পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা মহানগর দক্ষিণের নির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
মাওলানা এ বি এম জাকারিয়া আরও বলেন, দেশের সাড়ে পাঁচ লাখ বেসরকারি শিক্ষক কর্মচারী শিক্ষাক্ষেত্রে বৈষম্যের শিকার অথচ তারা শিক্ষার ৯৫ ভাগ দায়িত্ব পালন করছেন। মাত্র পাঁচ ভাগ দায়িত্ব পালনকারী সরকারি শিক্ষক কর্মচারীরা শতভাগ সুযোগ সুবিধাপ্রাপ্ত হলেও যুগ যুগ ধরে বেসরকারি শিক্ষকরা সরকারের বিমাতাসুলভ আচরণের শিকার। তাই শিক্ষায় বৈষম্য নিরসনে জাতীয়করণই হচ্ছে একমাত্র সমাধান।
তিনি বলেন, জাতীয়করণের পূর্ব পর্যন্ত দ্রব্যমূল্যের আকাশচুম্বী ঊর্ধ্বগতিতে ২০ ভাগ মহার্ঘ্য ভাতা এখন সময়ের দাবি। এ ছাড়া শতভাগ উৎসব ভাতা এবং মূল বেতনের ৪০ ভাগ বাড়ি ভাড়া দিতে হবে।
এ ছাড়া তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে আর বৈষম্য চলতে পারে না। আশা করি অন্তর্বর্তী সরকারের শিক্ষা ও উপদেষ্টা শিক্ষকদের ভাগ্য পরিবর্তনের যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করবেন। প্রয়োজনে বেসরকারি প্রায় ২৬,০০০ বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসার যাবতীয় আয় সরকারি কোষাগারে নিয়ে হলেও জাতীয়করণ করতে হবে।
এ ছাড়াও খাগড়াছড়ি মাটিরাঙা সরকারি কলেজে নিকাব পরা অন্তঃসত্ত্বা শিক্ষার্থী উম্মে আঞ্জুমান আরা পুরুষ শিক্ষকের সামনে মুখ খুলতে অস্বীকার করায় তাকে হেনস্থা করা ও পুলিশ দিয়ে বের করে দেওয়া এবং পরীক্ষার হল থেকে বহিষ্কার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট শিক্ষক ও প্রিন্সিপাল নারী শিক্ষার্থীর সঙ্গে ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। পর্দা নারীর ধর্মীয় ও সাংবিধানিক অধিকার। শিক্ষার্থী মহিলা শিক্ষকের সামনে মুখ দেখাতে অনুরোধ করেছে। এ কারণে সংশ্লিষ্ট শিক্ষার্থীর কোনো ক্ষতি হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি আমির হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সহসভাপতি ডক্টর মাসুম রব্বানী, প্রভাষক ইসমাইল হোসেন, জয়েন্ট সেক্রেটারি মো. রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান, অর্থ সম্পাদক মুফতি রুহুল আমিন, মো. নজরুল ইসলাম, শিক্ষক নেতা বেলাল হোসেন ও ওমর ফারুক প্রমুখ।
মন্তব্য করুন