কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

আধুনিক শিক্ষার প্রত্যয়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। বেসরকারি বিশবিদ্যালয়গুলোর গুণগত মান নিয়ে দ্বিধা থাকলেও তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। অল্প খরচে মান সম্পন্ন শিক্ষা ব্যবস্থা পরিচালনা করছে শিক্ষা প্রতিষ্ঠানটি।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ১৯৯৫ সালের ৭ এপ্রিল দেশের প্রখ্যাত আইনবিদ, সমাজসেবক এবং শিক্ষা অনুরাগি মরহুম আলহাজ্ব প্রফেসর ড. এ.বি.এম. মফিজুল ইসলাম পাটোয়ারী (সাবেক চেয়ারম্যান, আইন বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়) প্রতিষ্ঠা করেন। দেশের শতাধিক বেসরকারি বিশবিদ্যালয়ের মধ্যে হাতেগোনা যে কয়েকটি বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস স্থাপন করতে পেরেছে, তাদের মধ্যে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অন্যতম। বিশ্ববিদ্যালয়টি এক একরের অধিক জায়গায় অবস্থিত। বর্তমানে স্থায়ী ক্যাম্পাসে বারোটি ডিপার্টমেন্টের একাডেমিক কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হচ্ছে।

স্থায়ী ক্যাম্পাসটি সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে অবস্থিত, গ্রিন ক্যাম্পাস বললে অত্যুক্তি হবে না। এই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা গ্র্যাজুয়েটরা দেশ বিদেশের বিভিন্ন নামকরা প্রতিষ্ঠানে সুনামের সাথে কাজ করে যাচ্ছে এবং এর মধ্যে উল্লেখযোগ্য অংশ বিসিএসের বিভিন্ন ক্যাডারে কর্মরত রয়েছেন।

শিক্ষার আন্তর্জাতিক মান বিবেচনায় রেখে এই বিদ্যালয়ে আধুনিক ল্যাব, পাঠাগার, সেমিনারকক্ষ, মিলনায়তন, ফ্রি ওয়াইফাই, হোস্টেল, জিমনেসিয়াম, হেলথ সার্ভিস ডিপার্টমেন্ট, ক্যাফেটেরিয়া, সুপরিসর একাডেমিক ভবন ইত্যাদি গড়ে তোলা হয়েছে। তাছাড়া এখানে ভালো ফলাফলের ভিত্তিতে শতভাগ পর্যন্ত বৃত্তি দেওয়া হয়। নারী শিক্ষার্থীদের জন্য ১০ শতাংশ ছাড়াও প্রতি সেমিস্টারের ফলাফলের ওপর ভিত্তি করে প্রতিটি বিভাগের সব ব্যাচের কৃতি শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়।

বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রায় দেড় শতাধিক বিদেশি শিক্ষার্থী বিভিন্ন বিভাগে পড়ালেখা করছেন। উন্নত মানের শিক্ষা এবং দক্ষ ও যোগ্য নাগরিক গড়ে তোলার আত্মপ্রত্যয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারীসহ ছাত্র-ছাত্রীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

পাঠদানের বিষয়

স্নাতক পর্যায়ে : এলএলবি অনার্স, বিবিএ প্রোগ্রাম, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন বায়োকেমিস্ট্রি এবং মলিকুলার বায়োলজি, বিএসসি ইন মাইক্রোবায়োলজি, বি.ফার্ম অনার্স, বিএ অনার্স ইন ইংলিশ, বিএসএস অনার্স ইন সোসিওলজি, বিএসএস অনার্স ইন পলিটিক্যাল সাইন্স, বিএসএস অনার্স ইন ইকোনমিক্স।

স্নাতকোত্তর পর্যায়ে : এলএলএম, এমবিএ, এমএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, এমএ ইন ইংলিশ, এমএসএস ইন সোসিওলজি, এমএসএস ইন ইকনোমিক্স ও এমএসএস ইন পলিটিক্যাল সাইন্স

ভর্তি ফি ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন : www.admission.diu.ac

দেশ-বিদেশ ক্রেডিট ট্রান্সফার সুবিধা :

যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, জাপান, পর্তুগাল, মালেশিয়া, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাডেমিক সম্পৃক্ততা আছে। এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে ‘স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম’ বিষয়ে চুক্তি আছে।

ভর্তির নূন্যতম যোগ্যতা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় আলাদাভাবে নূন্যতম জিপিএ-২.৫০ থাকতে হবে। কোনো একটি পরীক্ষায় ২.৫০ এর কম পেলে দুই পরীক্ষায় মোট ৬.০০ থাকতে হবে।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিভিন্ন সুবিধাগুলো :

ল্যাঙ্গুয়েজ ক্লাব : শিক্ষার্থীদের ইংরেজি ভাষার ওপর দক্ষতা অর্জনের লক্ষ্যে ইতোমধ্যে ইন্টারন্যাশনাল ল্যাংগুয়েজ ইনস্টিটিউট, ঢাকা এর সাথে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর এম.ও.ইউ. স্বাক্ষর করেছে। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীদের ইংলিশ ল্যাঙ্গুয়েজকে কোর্সকে বাধ্যতামূলক করা হয়েছে। বেসিক ইংলিশ, ফাংশনাল ইংলিশ, প্রিলিমিনারি ইংলিশ ও অ্যাডভান্স ইংলিশ কোর্সও বাধ্যতামূলক করা হয়েছে।

ইনস্টিটিউশনাল কোয়ালিটি এডুকেশন সেল (আইকিউএসি) : ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নিজস্ব একটি ইনস্টিটিউশনাল কোয়ালিটি এডুকেশন সেল (আইকিউএসি) রয়েছে। এটি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বিশ্বদ্যিালয় মঞ্জুরি কমিশনের অধীনে ‘হায়্যার এডুকেশন কোয়ালিটি এনহেন্সমেন্ট প্রজেক্ট (হেকেপ)’।

গবেষণা ও প্রকাশনা সেল : অত্র ইউনিভার্সিটিতে একটি স্বয়ংসম্পূর্ণ গবেষণা ও প্রকাশনা সেল রয়েছে। প্রতি বছর উক্ত সেল ডিআইইউ জার্নাল প্রকাশ করে থাকে। প্রত্যেক শিক্ষককে বছরে কমপক্ষে ২টি গবেষণা প্রবন্ধ প্রকাশ করতে হয়।

ট্যোবাকো কন্ট্রোল অ্যান্ড রিসার্চ সেল : এ দেশের ধুমপান বিরোধী আন্দোলনে অত্র ইউনিভার্সিটি টি.সি.আর.সি বিশেষ ভূমিকা পালন করে আসছে। দেশের বিভিন্ন স্থানে ধুমপান বিরোধী পথসভা, সেমিনার, মানব বন্ধন ও ধুমপান বিরোধী আইন বাস্তবায়নে এ সেলের ভূমিকা অনন্য।

হিউম্যান রাইটস অ্যাডভোকেসি সেল : বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠায় এ সেল অগ্রণী ভূমিকা পালন করছে। সুবিধা বঞ্চিত, নিপীড়িত ও অসহায় মানুষের আইনি সহায়তা প্রদানে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হিউম্যান রাইটস অ্যাডভোকেসি সেল বদ্ধ পরিকর।

লাইব্রেরি সুবিধা : ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে রয়েছে সু-সজ্জিত সমৃদ্ধ লাইব্রেরি। এখানে রয়েছে দেশি- বিদেশি পর্যাপ্ত বই ও জার্নাল। লাইব্রেরিতে শিক্ষার্থীরা নিরিবিলি পরিবেশে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত পড়াশুনা করতে পারেন। প্রয়োজনে লাইব্রেরি থেকে বই বাসায় নিয়ে পড়াশুনা করতে পারেন। তার জন্য রয়েছে ই-লাইব্রেরি কার্ড।

ইন্টারনেট ও ল্যাবরেটরি সুবিধা : অত্র ইউনিভার্সিটিতে রয়েছে অত্যাধুনিক মানসম্পন্ন প্রায় ৩১টি ল্যাবরেটরি। যা বুয়েট-ডুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান অধ্যাপকের সার্বিক তত্ত্বাবধানে পরিচালনা করা হয়।

ডিবেটিং ক্লাব : ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে রয়েছে ডিবেটিং ক্লাব। শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক চর্চার জন্য নিয়মিত বির্তক কর্মশালা, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। এই ইউনিভার্সিটির বিতার্কিক দল দুই দুই বার ক্যামব্রিয়ান এটিএন বাংলা পার্লামেন্ট ডিবেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয়।

কালচারাল ক্লাব : ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কালচারাল ক্লাব বছরের বিভিন্ন সময় সাংস্কৃতিক অনুষ্ঠান, মঞ্চ নাটক ও সামাজিক সচেতনতামূলক পথ নাটকের আয়োজন করে থাকে। শিক্ষার্থীদের একাডেমিক পড়াশুনার পাশাপাশি প্রগতিশীল মানুষ হিসেবে গড়ের তোলার জন্য এ ক্লাবের বিশেষ ভূমিকা রয়েছে।

স্পোর্টস ক্লাব : ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাব বছরের বিভিন্ন সময় ফুটবল, ক্রিকেট, দাবা, ভলিবল, হ্যান্ডবল ও ইনডোর গেমসের আয়োজন করে থাকে। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাবের মাধ্যমে বিভিন্ন টিম দেশের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

পরিবহন সুবিধা : ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রী, শিক্ষক, কমকর্তা ও কর্মচারীদের ক্যাম্পাসে আসা যাওয়ার জন্য পরিবহন সুবিধা রয়েছে।

ক্যান্টিন সুবিধা : ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিটি ক্যাম্পাসে ছাত্র-শিক্ষকদের সুবিধার্থে নিজস্ব রুচি সম্মত ক্যান্টিন রয়েছে। শিক্ষার্থীরা সার্বক্ষণিক এসব ক্যান্টিনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন।

ছাত্রছাত্রীদের আবাসিক সুবিধা : ছাত্র-ছাত্রীদের আবাসিক সমস্যা দূরীকরণের লক্ষ্যে অত্র ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস সাতারকুলের সন্নিকটে রয়েছে ১০টি হোস্টেল, তারমধ্যে ছেলেদের জন্য রয়েছে ৬টি এবং মেয়েদের জন্য রয়েছে ৩টি হোস্টেল।

বৃত্তি : ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়-২০১০ এর আইন অনুযায়ী দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বরধারীদের বিনা বেতনে অধ্যয়নের সুযোগ রয়েছে। বর্তমানে প্রায় ৪শ’ জন শিক্ষার্থী সম্পূর্ণ বিনা বেতনে অধ্যয়নরত।

স্বাস্থ্য সেবা সুবিধা : শিক্ষার্থীদের সার্বক্ষণিক সেবাদানের জন্য রয়েছেন একজন পূর্ণকালীন অভিজ্ঞ ও উচ্চতর ডিগ্রিধারী এমবিবিএস ডাক্তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোবিপ্রবির রেজিস্ট্রার হলেন তামজিদ হোসাইন

সাংবাদিক নির্যাতনে ডিএমসিআরসির উদ্বেগ

ভুয়া ক্যাপ্টেন পরিচয়ে দুই প্রতারক আটক

সেমির সমীকরণ চূড়ান্ত / শান্তর ঝড়ে রাজশাহীর বড় জয়

কালবেলায় সংবাদ প্রকাশের পর বন্দোবস্তের জমির দখল পেলেন আয়েশা

বগুড়ায় ছাত্রদল নেতাকে আটক করে ঘুষ আদায়, এসআই ক্লোজড

সাংবাদিক তুরাব হত্যায় ৫ দিনের রিমান্ডে এএসপি দস্তগীর

কর ফাঁকি দিয়ে সম্পত্তি বেচা-কেনা নিষিদ্ধ পাকিস্তানে

পাক-ভারত ম্যাচে হাইব্রিড মডেল দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি সংকটের সমাধান

হাসপাতালে খাবার না পেয়ে রোগী ও স্বজনদের বিক্ষোভ

১০

খাদ্য ব্যবস্থা পরিবর্তনে জাতীয় সংলাপ

১১

বাংলাদেশের হয়ে খেলার সবুজ সংকেত পেলেন হামজা

১২

কমবে তাপমাত্রা, হতে পারে বৃষ্টি

১৩

বক্তব্যের অপব্যাখ্যা আমাকে মর্মাহত করেছে : ড. বদিউল আলম

১৪

ইতালি যেতে ইচ্ছুকদের জন্য বড় সুখবর

১৫

‌‘জনগণকে ধাঁধায় ফেলে উচ্চ প্রবৃদ্ধির কাল্পনিক গল্প শোনানো হয়’

১৬

চট্টগ্রামে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

১৭

আইএমইডির কর্মজীবী কল্যাণ সমিতির সভাপতি কামাল সেক্রেটারি রাকিব

১৮

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রলীগের রব্বানী

১৯

আফগানিস্তান থেকে সিরিয়ার বিদ্রোহীদের শিক্ষা নিতে বললেন ব্লিঙ্কেন

২০
X