বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করেছে উত্তরা ইউনিভার্সিটি। বাংলাদেশে বর্তমানে ১০০টিরও বেশি বেসরকারি বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এদের মধ্যে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে উত্তরা বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ভূমিকা পালন করছে এবং ক্রমেই তা বিস্তৃত হচ্ছে। উন্নত অবকাঠামো, অভিজ্ঞ শিক্ষক এবং কর্মমুখী শিক্ষার সুযোগ সৃষ্টির জন্যে এ বিশ্ববিদ্যালয় হয়ে উঠছে শিক্ষার্থীদের প্রথম পছন্দ।
এই বিদ্যাপীঠ কেন্দ্রে পড়ার সবচেয়ে বড় সুবিধা হলো শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সহজ যোগাযোগ, নেতৃত্ব গড়ে তোলা এবং উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক পড়ালেখার সুযোগ। এখানে সৃজনশীল শিক্ষা, গবেষণা ও একাডেমিক উন্নতির জন্য সহায়ক পরিবেশ রয়েছে।
উত্তরা ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রথম উপাচার্য প্রফেসর ড.এম আজিজুর রহমান যে মহান ব্রত নিয়ে ২০০৩ সালে বিশ্ববিদ্যালয়টি যাত্রা শুরু করে, মানসম্পন্ন ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীদের অক্লান্ত পরিশ্রমে তা প্রতিনিয়ত উৎকর্ষতা লাভ করছে। ভালো মানের শিক্ষক নিয়োগে এ বিশ্ববিদ্যালয় আপোষহীন।
এই ইউনিভার্সিটিতে পাঁচটি অনুষদের অধীনে ১৪টি বিভাগে ৩৪টি প্রোগ্রাম চালু রয়েছে। ইতোমধ্যে ৮টি সমাবর্তন সফলভাবে সম্পন্ন করছে এ বিদ্যাপীঠটি। প্রায় ৩০ হাজার শিক্ষার্থী এরই মধ্যে সনদপ্রাপ্ত হয়েছেন ও দেশ-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছেন।
শিক্ষার্থীদের পড়াশোনায় সুবিধার জন্য কেন্দ্রীয় লাইব্রেরিতে বিপুল সংখ্যক রেফারেন্স বইয়ের সমাহার রয়েছে। শিক্ষকদের জন্য রয়েছে আলাদা আলাদা রিসার্চ সেল। অর্ধশতাধিক পিএইডি ডিগ্রিধারীসহ তিন শতাধিক শিক্ষক নিরলসভাবে শিক্ষার উৎকর্ষতার কাজে নিয়োজিত আছেন। এ ছাড়া সৃজনশীল ও সামাজিক নানা কর্মকাণ্ডের মধ্যদিয়ে শিক্ষার পরিবেশকে এক আনন্দঘন পরিবেশে পৌঁছে দিয়েছে উত্তরা ইউনিভার্সিটি।
নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা উচ্চশিক্ষা থেকে যেন বঞ্চিত না হয়, সেদিকটা মাথায় রেখে এখানে মেধাভিত্তিক স্কলারশিপের সঙ্গে বিভিন্ন কোটায় শতকরা ৬ জন শিক্ষার্থীকে বিনা খরচে পড়ানো হয়। এ ছাড়া উপজাতি, নারী, প্রতিবন্ধিসহ বিভিন্ন কোটায় বৃত্তি প্রদান করা হয়। চলতি সেমিস্টারে ১০ থেকে ১০০ ভাগ পর্যন্ত টিউশন ফি ছাড় পাচ্ছে শিক্ষার্থীরা।
দৃষ্টিনন্দন ক্যাম্পাস, শিক্ষার গুণগত মান, শিক্ষা প্রদান সংক্রান্ত সক্ষমতা, ডিজিটাল পদ্ধতিতে পাঠদান নিশ্চিত করার মধ্যদিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপকভাবে সাফল্য অর্জন করেছে এ বিশ্ববিদ্যালয়টি। এককথায় উচ্চশিক্ষার অনন্য সুযোগ সৃষ্টি করেছে উত্তরা ইউনিভার্সিটি।
মন্তব্য করুন