মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ইউনিভার্সাল ইয়ুথ লিডারশিপ সামিট-২০২৪ এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন পিরোজপুরের ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী নাওমি নাওয়ার। সামাজিক উন্নয়ন ও জলবায়ু নিয়ে কাজ করা নাওমি বশেমুরবিপ্রবির গণিত বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে বশেমুরবিপ্রবি উপাচার্য তার নিজ কার্যালয়ে নাওমিকে ফুলেল শুভেচ্ছা জানান।
নতুন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী হয়েও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় নাওমিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বশেমুরবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম।
গত ২১ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয় ইউনিভার্সাল ইয়ুথ লিডারশিপ সামিট। ইউনিভার্সাল ইয়ুথ মুভমেন্টের আয়োজনে চার দিনব্যাপী এ সামিটে বাংলাদেশ থেকে অংশ নেন নাওমি নাওয়ারসহ চারজন যুব প্রতিনিধি। বাংলাদেশ থেকে অংশ নেওয়া বাকিরা হলেন- নামরাতা চাকমা, আবিদা চৌধুরী ও আরিয়ান খান।
এবারের সামিটে বাংলাদেশসহ বিশ্বের ৫৫টি দেশ থেকে সব মিলিয়ে ৯২ জন যুব প্রতিনিধি অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের নিয়ে গঠিত ৯টি দলের একটিতে টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেন বশেমুরবিপ্রবি শিক্ষার্থী নাওমি।
বশেমুরবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের হয়ে নাওমির প্রতিনিধিত্ব আমাদের জন্য অত্যন্ত গর্বের। এতে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরাও উৎসাহিত হবে।
মন্তব্য করুন