জবি প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

জবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ফিন্যান্স বিভাগ

চ্যাম্পিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
চ্যাম্পিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সপ্তম আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ। খেলায় টাইব্রেকারে ৪-৩ গোলে ইংরেজি বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফিন্যান্স বিভাগ। খেলার নির্ধারিত সময়ে ৩-৩ গোলে ড্র হয়েছিল।

সোমবার (২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া উপকমিটির (ফুটবল ও হকি) আয়োজনে এবং শরীরচর্চা শিক্ষা কেন্দ্রের সহযোগিতায় এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। তিনি বলেন, শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহী করে গড়ে তোলার জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রতিযোগিতাটি উপভোগ্য ও সফলভাবে সম্পন্ন করতে পারায় শিক্ষার্থীরাসহ আয়োজক কমিটিকে ধন্যবাদ। খেলার মাঠটিকে সবুজায়ন ও উপযোগী করে গড়ে তোলার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে।

অনুষ্ঠানে ক্রীড়া উপ-কমিটির (ফুটবল ও হকি) আহ্বায়ক অধ্যাপক ড. মোহা. আলী নূরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, জীবনে ধৈর্য, সাহসিকতা ও সহমর্মিতা থাকলে যে কেউ এগিয়ে যেতে পারবে-খেলাধুলার মধ্য দিয়ে আমরা তা দেখতে পাই। কোনো কিছুতে হতাশ হয়ে পিছু হটা যাবে না, চেষ্টা করতে হবে তাহলেই আমরা এগিয়ে যেতে পারব।

এছাড়াও বিশেষ অতিথির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন বলেন, এখন থেকে পুরো বছরজুড়েই জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিজ সামর্থ্য অনুযায়ী ধারাবাহিভাবে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন খেলাধুলার জন্য বাজেট বরাদ্দের বিষয়ে অগ্রাধিকার দেয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্রীড়া উপ-কমিটির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন এবং সঞ্চালনা করেন শরীরচর্চা শিক্ষাকেন্দ্রের উপপরিচালক গৌতম কুমার দাস।

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোস্তফা হাসান, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, প্রভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরা এবং পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মো. ওমর ফারুকসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী উপভোগ করেন।

প্রতিযোগিতায় সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন রানার্সআপ দলের ইংরেজি বিভাগের কাউসার আলম। যৌথভাবে সর্বোচ্চ (পাঁচটি) গোলদাতার পুরস্কার লাভ করেন মার্কেটিং বিভাগের আল হোসেন ও রানার্স-আপ দলের ইংরেজি বিভাগের কাউসার আলম। এছাড়াও সেরা গোলরক্ষকের পুরস্কার লাভ করেন চ্যাম্পিয়ন দলের ফিন্যান্স বিভাগের ফয়সাল।

প্রসঙ্গত, গত নভেম্বর শুরু হওয়া সপ্তম আন্তবিভাগ ফুটবল প্রতিযোগিতায় ৩৮টি বিভাগ ও ২টি ইনস্টিটিউটসহ মোট ৪০টি দল অংশগ্রহণ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি বাঁচাতে বেরোবি শিক্ষক গোলাম রব্বানীর গণস্বাক্ষর অভিযান

ঢাবি ছাত্রীর স্ট্যাটাস / ‘প্লিজ হেল্প মি, জীবননাশের আশঙ্কায় আমি’ অতঃপর... 

‘এমবাপ্পে সমস্যা’—যা বললেন কোচ

ইউরোপ যাওয়ার পথে ১৪ দিনের অনাহারে মৃত্যু, মরদেহ সাগরে ভাসানো

জেল থেকে পালিয়ে বাদীকে জোড়া খুনের আসামির হত্যার হুমকি

থার্ড টার্মিনালের অতিরিক্ত ব্যয় নিয়ে তদন্ত হবে : হাসান আরিফ

নেতাদের চালচলনে মানুষ যেন কষ্ট না পায় : তারেক রহমান

শুরুটা ভালো করার প্রত্যাশা তামিমের

এইচএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা

‘কোনো বিদ্যুৎ উৎপাদককে আমাদের ব্ল্যাকমেইল করতে দেব না’

১০

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ছাত্রশিবিরের বিবৃতি

১১

আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় বাংলাদেশের কড়া প্রতিবাদ

১২

বাংলাদেশের স্বাধীনতাকে অপমান করেছেন মমতা : রিজভী

১৩

জাবি শিক্ষার্থী রাচির পরিবারকে ৩ কোটি ক্ষতিপূরণ দিতে নোটিশ

১৪

বাংলাদেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে : মাহমুদুর রহমান

১৫

বাউবি বিএ-বিএসএস পরীক্ষার প্রথম দিনে ৪৩ শিক্ষার্থী বহিষ্কার

১৬

‘মমতার বক্তব্য বাংলাদেশের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ’

১৭

রাজশাহীতে ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল ছাত্রদল

১৮

সবুজায়নের লক্ষ্যে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

১৯

ঢাবি থেকে ৩৫ জনের পিএইচডি ও ১৯ জনের এমফিল ডিগ্রি অর্জন

২০
X