কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ০৩:২৩ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

মোল্লা কলেজে হামলায় ৩ জন নিহতের দাবি

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা করে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ছবি : সংগৃহীত
ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা করে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ছবি : সংগৃহীত

ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলার ঘটনায় ৩ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে কলেজ কর্তৃপক্ষ। এছাড়া হামলায় শতাধিক শিক্ষার্থী এবং বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) মোল্লা কলেজের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ সামীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করেছেন। তবে কালবেলার পক্ষে কলেজ কর্তৃপক্ষের এই দাবির সত্যতার ব্যাপারে স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ গভীর শোক ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছে যে, আজ আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে এক নৃশংস হামলা চালানো হয়েছে। তথাকথিত সাত কলেজ শিক্ষার্থীদের ব্যানারে বহিরাগত একদল সন্ত্রাসী প্রবেশ করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এ হামলায় তিন শিক্ষার্থী নির্মমভাবে প্রাণ হারায় এবং শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর, যাদের মধ্যে কয়েকজনকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ হামলায় শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং ন্যাশনাল মেডিকেল কলেজের কিছু ছাত্র নামধারী ব্যক্তি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মদদে শিক্ষা প্রতিষ্ঠান অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। হামলাকারীদের অধিকাংশই শিক্ষার্থী নয়, বরং সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত ব্যক্তি।

হামলাকারীরা আমাদের গুরুত্বপূর্ণ নথিপত্র, সম্পদ ও শিক্ষার্থীদের ব্যক্তিগত মালামাল লুট করেছে। এ ছাড়া কলেজ ভবনের ব্যাপক ক্ষতিসাধন করে তারা অধ্যক্ষের কার্যালয়সহ বিভিন্ন কক্ষ ভাঙচুর করে।

কলেজ কর্তৃপক্ষ বারবার প্রশাসনের স্থানীয় ও সর্বোচ্চ পর্যায়ে সহযোগিতার আবেদন করলেও এ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এ অবস্থায় আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ বিপর্যস্ত হয়ে পড়েছে।

আমরা ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আহ্বান জানাই : ১. হামলার প্রকৃত দোষীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান। ২. শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে অবিলম্বে কলেজে নিরাপত্তা ব্যবস্থা জোরদার। ৩. লুটকৃত সম্পদ উদ্ধার ও ক্ষতিগ্রস্ত নথি পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

আমরা সব শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, এই ন্যক্কারজনক ঘটনার পরও আমাদের সবাইকে ধৈর্য ও সংহতি বজায় রেখে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।

কলেজটির ব্যবস্থাপনা পরিচালক আশরাফ সামীর কালবেলা প্রতিবেদককে বলেছেন, ‘শিক্ষার্থীদের ক্লাস চলাকালীন সময় এসে আঘাত করা হয়েছে। নিহতের প্রকৃত সংখ্যা পুরোপুরি নিশ্চিত হতে সময় লাগবে। আপাতত ৩ জন নিহতের বিষয়টি নিশ্চিত হয়েছি। আমাদের কলেজ ড্রেস পরা ছিল। তাদের পরিচয় পাইনি। অভিভাবকের সঙ্গে কথা বলে এটা দেখতে হবে। নিহতের সংখ্যা বাড়তে পারে। কারণ আমাদের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী আহত হয়েছে।’

মাহাবুবুর রহমান মোল্লা কলেজের অধ্যক্ষ ড. মাহাবুবুর রহমান গণমাধ্যমকে জানান, মারা যাওয়ার খরবটি আমি নিশ্চিত নই। তবে প্রচুর ছেলে কলেজে এসে হামলা ও ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় বিভিন্ন দেশীয় অস্ত্রের সঙ্গে পিস্তল দিয়ে গুলি চালায়। এতে অনেকেই হতাহত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টঙ্গীতে সেফটিক ট্যাঙ্ক বিস্ফোরণে নিহত ১, আহত ১

প্রতিবেশীর খাবারের আশায় পথ চেয়ে থাকেন ৭৭ বছরের রহিমা

তাহসানকে পেয়ে আনন্দিত শাকিব খান

নিজে নিজে আবেদন করে কানাডা যাওয়ার উপায়

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেপ্তার

প্রথম আলোর সামনে কী হচ্ছে?

শিক্ষার্থীদের সংঘাত নিয়ে মাহফুজ আলমের স্ট্যাটাস

গণতন্ত্র প্রতিষ্ঠার চলমান যাত্রা বাধাগ্রস্ত করতে নানারকম ষড়যন্ত্র চলছে : তারেক রহমান

গার্মেন্টস কারখানা / অক্টোবরে বেতন পরিশোধ হয়েছে ৯৬ দশমিক ৬৬ শতাংশের

মৎস্য আহরণ বন্ধে দ্রুত কমিটি গঠনের নির্দেশ প্রাণিসম্পদ উপদেষ্টার

১০

পরীক্ষা স্থগিত করল ৭ কলেজ

১১

মেগা নিলামের দ্বিতীয় দিনে বড় চমক, অনেক তারকা অবিক্রিত

১২

টেকনাফে সমুদ্রে নিখোঁজ দুই মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

১৩

ইবিতে জমকালো আয়োজনে ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৪

আন্দোলনে হামলাকারী ঢাবি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৫

শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের

১৬

সংঘর্ষে রণক্ষেত্র যাত্রাবাড়ী, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

১৭

নজরুল-সোহরাওয়ার্দী ও মোল্লা কলেজ সংঘর্ষ / ন্যাশনাল মেডিকেলে চিকিৎসা নিচ্ছে ৩০ শিক্ষার্থী

১৮

স্বাভাবিক চিকিৎসাসেবায় ফিরেছে ন্যাশনাল মেডিকেল কলেজ

১৯

গণভবন স্টাইলে লুট হলো মোল্লা কলেজ

২০
X