ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি থেকে ছয়জনকে অব্যাহতি প্রদান করা হয়েছে। তাদের বিরুদ্ধে উত্থাপিত কিছু অভিযোগের ব্যাপারে প্রাথমিক সত্যতা পাওয়ায় এই সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অব্যাহতিপ্রাপ্তরা হলেন, ঢাবি ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রিমন, মাহাদী ইসলাম নিয়ন, জেন্ডার ন্যায্যতা ও সমতাবিষয়ক সম্পাদক সৈয়দা সুকাইনা নাফিসা তরঙ্গ, সহপরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক ইমরান হোসেন এবং সদস্য আব্দুল্লাহ আল মামুন ও রায়হান হোসেন।
অভিযোগ উঠেছে, ঢাবি ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহাদী ইসলাম নিয়ন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শহীদুল্লাহ হল কমিটির একজন সক্রিয় কর্মী। তিনি হল ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদের অনুসারী। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছাত্রলীগের কর্মসূচিতে অংশ নেওয়ার বিভিন্ন ছবি প্রকাশিত হয়েছে।
আরেক সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রিমন এবং সদস্য পদ পাওয়া আব্দুল্লাহ আল মামুন ও রায়হান হোসেনের বিরুদ্ধে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে তাদের সক্রিয় অংশগ্রহণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্রূপ করার অভিযোগ থাকা সৈয়দা সুকাইনা নাফিসা তরঙ্গ পেয়েছিলেন ঢাবি ছাত্রদলের জেন্ডার ন্যায্যতা ও সমতা বিষয়ক সম্পাদকের পদ। গত ৫ আগস্টের পর খালেদা জিয়ার একটা ভিডিও বার্তা নিজ টাইমলাইনে শেয়ার দিয়ে তিনি ব্যঙ্গাত্মকভাবে লিখেন, ‘ওমা একি জাইগা উঠছে দেখি’, হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন ‘মাদার্স অব বার্বী গার্লস’। এটিকে খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি হিসেবে দেখছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
সহ-পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক ইমরান হোসেনের বিরুদ্ধেও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তার পরিবারও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৪ নভেম্বর তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। কমিটি ঘোষণার পর কিছু অভিযোগ উত্থাপিত হলে সেই প্রেক্ষিতে কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে অভিযোগসমূহের তদন্তের জন্য কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে তাদের স্ব স্ব পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
এতে আরও বলা হয়, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির রোববার এই নির্দেশনা প্রদান করেছেন। তদন্ত প্রক্রিয়াটি চলমান থাকবে।
মন্তব্য করুন