শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩১ কার্তিক ১৪৩১
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

উন্নয়ন নিশ্চিতকরণ : কাজুকো ভূইয়া ওয়েলফেয়ার ট্রাস্ট আয়োজিত কাইজেন কর্মশালা

কাজুকো ভূঁইয়া ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে কাইজেন কর্মশালায় প্রশিক্ষণপ্রাপ্তরা। ছবি : সংগৃহীত
কাজুকো ভূঁইয়া ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে কাইজেন কর্মশালায় প্রশিক্ষণপ্রাপ্তরা। ছবি : সংগৃহীত

কর্মক্ষেত্রে ধারাবাহিক উন্নয়ন ও ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজুকো ভূঁইয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে জাপানি ব্যবস্থাপনা পদ্ধতি কাইজেন ও ৫ এস নিয়ে দিনব্যাপী একটি সেশন আয়োজিত হয়েছে।

সম্প্রতি টঙ্গীতে অবস্থিত জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেডের কারখানায় আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিল্পক্ষেত্র থেকে ২০ জন করপোরেট এক্সিকিউটিভ অংশগ্রহণ করেন। এই সেশনে কাইজেন ও ৫-এস পদ্ধতির ওপর গুরুত্বারোপ করা হয়, যা কর্ম-ব্যবস্থাপনার মৌলিক দুটি স্তম্ভ। অংশগ্রহণকারীদের দৈনন্দিন কাজে এসব পদ্ধতি প্রয়োগের জন্য দক্ষতা ও ব্যবহারিক জ্ঞান লাভ করেন, যা একটি গতিশীল ও দক্ষ পরিবেশ গঠনে সহায়ক ভূমিকা পালন করবে।

জাপানিজ শব্দ কাইজেনের অর্থ ‘ক্রমাগত উন্নতি’, যা গুণমান ও কর্মক্ষমতাকে ইঙ্গিত করে। এই ধারণাটি কর্মদক্ষতা বৃদ্ধি, বর্জ্য হ্রাস এবং গুণগত মানোন্নয়নের জন্য ধাপে ধাপে পরিবর্তনের ওপর জোর দিয়ে বৈশ্বিক শিল্পে বিপ্লব ঘটিয়েছে। এই ধারণা মতে, ম্যানেজমেন্ট থেকে ফ্রন্টলাইন প্রতিষ্ঠানের সকল কর্মী প্রতিষ্ঠানের সামগ্রিক অগ্রগতি ও সাফল্যে অবদান রাখে।

৫ এস বলতে ৫টি জাপানি নীতিকে বোঝানো হয়েছে; সেইরি (সর্ট বা বাছাই), সেইতন (সেট ইন অর্ডার বা সঠিকভাবে সাজানো), সেইসো (শাইন বা পরিচ্ছন্নতা), সেইকেতসু (স্ট্যান্ডার্ডাইজ বা মান বজায় রাখা) এবং শিতসুকে (সাসটেইন বা অভ্যাস বজায় রাখা)। এই ৫ নীতি কর্মক্ষেত্রে সার্বিক উৎপাদনশীলতা ও নিরাপত্তায় সেরা মান নিশ্চিত করে। কাইজেন ও ৫ এস উভয় ধারনাই গুণগতমানের প্রতিশ্রুতি প্রদান করে এবং সব প্রক্রিয়া, পণ্য ও সেবা ক্রমাগতভাবে গ্রাহকের প্রত্যাশা পূরণের নিশ্চয়তা প্রদান করে।

এই সেশনটি জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেডের একটি কাইজেন ও ৫ এস সম্মত কারখানায় আয়োজিত হয় এবং অংশগ্রহণকারীদের হাতে-কলমে অভিজ্ঞতা প্রদান করা হয়। অংশগ্রহণকারীরা সেখানকার কর্মীদের সঙ্গে আলাপ করেও বিভিন্ন ধারণা নেন।

এ প্রসঙ্গে জেট্রোর সিনিয়র ডিরেক্টর শেখ মো. শরিফুল আলম বলেন, ‘কাইজেন ও ৫-এস ব্যবস্থাপনা পুনরায় পর্যালোচনা করার অভিজ্ঞতা অসাধারণ ছিল। এ ধরনের কর্মপদ্ধতি ব্যবসার প্রতিটি ক্ষেত্রে ক্রমাগত উন্নতিতে অপরিহার্য ভূমিকা রাখে। সেশনটি ছিল একটি বাস্তব অভিজ্ঞতা এবং জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারখানা পরিদর্শন করে আমি দেখেছি যে, বাংলাদেশেও আমন আদর্শ ব্যবস্থাপনার প্রয়োগ হচ্ছে। কর্মীদের থেকে প্রাপ্ত অভিজ্ঞতাও ছিল অসাধারণ। সেশনটি উপভোগের পাশাপাশি নতুন অনেক কিছু শিখতে পেরেছি।’

জাপানি ধারণাটি ব্যবসাকে কেবল মুনাফা অর্জনের জন্য নয়, বরং সামাজিক কল্যাণের জন্যও গুরুত্বপূর্ণ মনে করে। কাজুকো ভূঁইয়া ওয়েলফেয়ার ট্রাস্টের জেনারেল সেক্রেটারি তারেক রাফি ভূঁইয়া জুন বলেন, ‘দৈনন্দিন কাজকর্মে কাইজেন ও ৫-এস পদ্ধতি কেবল দক্ষতাই বৃদ্ধি করে না, বরং প্রতিষ্ঠানে সার্বিক কর্ম পরিবেশ উন্নত করে তোলে। এই সেশনে অংশগ্রহণকারীরা পণ্য ও সেবার মানোন্নয়নে দায়িত্ব পালন করতে উদ্বুদ্ধ করেছে বলে আমি মনে করি, যা এই দ্রুত পরিবর্তনশীল বাজারের প্রতিযোগিতা ধরে থাকতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক এমপিকে আটক করল স্থানীয়রা, এরপর যা ঘটল

৭৫নং ওয়ার্ড দক্ষিণ যুবদলের কর্মী সভায় অনুষ্ঠিত

খুলনায় পাটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

পরকীয়ার জেরে ব্যবসায়ীকে জবাই করে হত্যা

চোর সন্দেহে স্কুলছাত্রকে নির্যাতন করে হত্যার অভিযোগ

আদালতে আ.লীগের ১৭ নেতাকর্মীর আত্মসমর্পণ, জামিন নামঞ্জুর

কুবি সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান মাহমুদুল হাসান

৭ ওভারের ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান

জবি ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দেওয়ার নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের

রামপুরায় হঠাৎ রাস্তার পাশের দেয়ালধস, শিশুর মৃত্যু

১০

বঙ্গবন্ধুর নাম পাল্টে লেখা হলো ‘নওগাঁ বিশ্ববিদ্যালয়’

১১

এমবাপ্পেকে নিয়ে ফ্রান্স দলে অশান্তি

১২

তেল কম দিল ফিলিং স্টেশন, অতঃপর...

১৩

‘গণবিপ্লবের মহানায়ক ছিলেন ইসলামী আন্দোলনের আমির’

১৪

সাফজয়ীদের পুরস্কৃত করল সাউথইস্ট ব্যাংক

১৫

পেন্টাগনের কর্মকর্তাদের বরখাস্ত করতে তালিকা করছেন ট্রাম্প

১৬

‘৩১ দফা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই’

১৭

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনের কারাদণ্ড

১৮

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

১৯

চ্যাম্পিয়ন বিকেএসপি লাল দল

২০
X