যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) এশিয়ার সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় দেশের কোনো বিশ্ববিদ্যালয় স্থান পায়নি। তবে, ভারতের ৭টি ও পাকিস্তানের দুটি বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে।
বুধবার (৬ নভেম্বর) ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং : এশিয়া ২০২৫’ শীর্ষক এ র্যাঙ্কিং প্রকাশ পায়। এই র্যাঙ্কিং প্রধানত ১১টি সূচকের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এরমধ্যে একাডেমিক কার্যক্রম, পিএইচডিধারী কর্মী ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনা করা হয়েছে।
তালিকায় মোট ৯৮৪টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তালিকার শীর্ষ তিন বিশ্ববিদ্যালয় হলো চীনের পিকিং ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব হংকং ও ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর।
শীর্ষ ১০০-এর মধ্যে না থাকলেও তালিকায় স্থান পেয়েছে দেশের ২৯ বিশ্ববিদ্যালয়। এর মধ্যে আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় (১১২), নর্থ সাউথ ইউনিভার্সিটি (১৫৫), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েট (১৫৮), ব্র্যাক ইউনিভার্সিটি (২৫৩), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (২৮০), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (২৯২), রাজশাহী বিশ্ববিদ্যালয় (৩২০), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (৩৪২) ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (৩৫৭)।
এবারের তালিকায় দেশের হয়ে প্রথম অবস্থানে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১১২তম। যা গতবার ছিল ১৪০তম। সে হিসেবে এবারের র্যাঙ্কিংয়ে ৩৮তম ধাপ এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। অন্যদিকে, এবার বুয়েটকে পেছনে ফেলে দ্বিতীয় স্থান অধিকার করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। তালিকায় বিশ্ববিদ্যালয় দুটির অবস্থান যথাক্রমে ১৫৫তম ও ১৫৮তম। এর আগে গতবছরের র্যাঙ্কিংয়ে বুয়েটের অবস্থান ছিল ১৮৭তম এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির ছিল ১৯১তম।
এবারের র্যাঙ্কিংকে ভারতের মোট ১৬১টি বিশ্ববিদ্যালয়ের নাম আছে। আর শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছে ভারতের সাতটি। সেগুলো হলো দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) (৪৪), আইআইটি বোম্বে (৪৮), আইআইটি মাদ্রাজ (৫৬), আইআইটি খড়গপুর (৬০), বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স (৬২), আইআইটি কানপুর (৬৭) ও ইউনিভার্সিটি অব দিল্লি (৮১)।
পাকিস্তানের মোট ৭০টি বিশ্ববিদ্যালয়ের নাম আছে এই তালিকায়। এর মধ্যে সেরা ১০০-এর মধ্যে থাকা দুটি হলো ইসলামাবাদের ন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (৬৭) ও কায়েদে আজম ইউনিভার্সিটি (৮৪)।
মন্তব্য করুন