ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) চলছে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের চালানো অত্যাচার, নিপীড়ন আর বর্বর হামলার ছবি-ভিডিও’র প্রদর্শনী।
প্রদর্শনীতে ১৫-১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার তথ্য তুলে ধরা হয়েছে। প্রদর্শনী উপলক্ষে স্থাপিত বুথে জমা দেওয়া যাবে ছাত্রলীগ নেতাকর্মীদের পরিচালিত নির্যাতন ও বর্বরতার তথ্য, ছবি ও ভিডিও ফুটেজ।
আগামী ৩ দিন সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টার মধ্যে হামলাকারীদের বিষয়ে তথ্য ও প্রমাণ সংগ্রহ করা হবে বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আয়োজকদের পক্ষ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের বর্বরতার তথ্য তুলে ধরার জন্য আহ্বান জানানো হয়।
মন্তব্য করুন