দুর্লভ উদ্ভিদ সংরক্ষণে বাংলাদেশ বিজ্ঞান একাডেমি এবং ইউএসডিএর সহযোগিতায় 'অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দুর্লভ উদ্ভিদ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টি এবং চারা বিতরণ অনুষ্ঠান, ২০২৪' অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সিনিয়র সদস্য অধ্যাপক ড. জেড. এন. তাহমিদা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আখতার হোসেন খান।
অনুষ্ঠানে বিভিন্ন দুর্লভ উদ্ভিদের পরিচিতি এবং সংরক্ষণের ওপর জোরারোপ করে আলোচনা করেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ জসীম উদ্দীন। এ সময় তিনি বিভিন্ন প্রজাতির দেশীয় বিপন্নপ্রায় এবং দুর্লভ প্রজাতির উদ্ভিদ সংরক্ষণ এবং রোপণের কলাকৌশল নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়্যারম্যান অধ্যাপক ড. মিহির লাল সাহা। আলোচনা শেষে অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে উদল গাছ (দুর্লভ উদ্ভিদ) এর চারা বিতরণ করা হয়।
মন্তব্য করুন