ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক হলেন রফিকুল ইসলাম পান্না। সোমবার বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান তাকে নিয়োগ প্রদান করেন।
বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মোহাম্মদ রফিকুল ইসলাম পান্না ছাত্রজীবনে দৈনিক দিনকাল পত্রিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে কাজ করেন। পরে কয়েক বছর তিনি একই পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।
এ ছাড়াও ২০০৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরে সেকশন অফিসার পদে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রাক্তন সদস্য। তিনি মেহেরপুর জেলার গাংনী উপজেলাধীন হাড়াভাংগা গ্রামে জন্মগ্রহণ করেন।
মন্তব্য করুন