সরকারি কর্ম কমিশন (পিএসসি) আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সভা ডেকেছে। এতে বিসিএসের স্থগিত পরীক্ষা শুরু করা, প্রশ্ন ফাঁস ইস্যুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে।
সংস্থাটির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন জানান, স্থগিত পরীক্ষাগুলোর বিষয়ে আলোচনা করতে সভা ডাকা হয়েছে। সেখান থেকে কিছু সিদ্ধান্ত আসতে পারে। এ ছাড়া ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এবং বিভিন্ন অভিযোগে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ও তদন্তের অগ্রগতি নিয়ে আলোচনা হতে পারে।
সভায় স্থগিত হওয়া ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা এবং ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা হবে। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে এসব স্থগিত করা হয়।
এদিকে আজকের সভায় বিসিএসসহ ৩০টি গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনও পর্যালোচনা হতে পারে। এ ছাড়া জুনিয়র ইন্সট্রাক্টর, ইন্সট্রাক্টরসহ অনেক নন-ক্যাডার পরীক্ষার ফল প্রায় প্রস্তুত। সেগুলো প্রকাশের বিষয়েও আলোচনা হবে। এ ছাড়া প্রশ্নপত্র ফাঁস নিয়ে পিএসসির তদন্ত কমিটির পরবর্তী পদক্ষেপ, অনিবার্য কারণে কিছু সিদ্ধান্ত ঝুলে থাকা এবং কাজে গতি ফেরানোসহ আগামীকাল সভায় অন্যান্য বিষয়ে আলোচনা হবে। এসব বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
মন্তব্য করুন