কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৫ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

এবার প্রকাশ্যে এলো ঢাবি শিবিরের আরেক নেতা

ঢাবির ছাত্রশিবিরের সাবেক নেতা সিবগাতুল্লাহ। ছবি: সংগৃহীত
ঢাবির ছাত্রশিবিরের সাবেক নেতা সিবগাতুল্লাহ। ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রকাশ্যে আসতে শুরু করেছে। প্রথমত, শনিবার (২১ সেপ্টেম্বর) প্রকাশ্যে আসেন ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি। এর একদিন পর গতকাল রোববার (২২ সেপ্টেম্বর) ঢাবি শাখার সেক্রেটারির পরিচয় জানা যায়।

তাদের পরিচয় প্রকাশ্যে আসার পর জনমনে চলছে নানান আলোচনা ও সমালোচনা। এরই মধ্যে এবার প্রকাশ্যে এলো ঢাবি শিবিরের আরেক নেতা। এই নেতার নাম সিবগাতুল্লাহ। তিনি বর্তমানে শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় এক নেতা জানান, ঢাবিতে কখনই সংগঠনটি নেতৃত্বহীন ছিল না। প্রতিবছরই কমিটি গঠন করা হয়েছে। নিরাপত্তার কারণে তাদের নাম প্রকাশ করা হয়নি। তবে এখন সময় এসেছে সবাইকে প্রকাশ্যে আনার।

জানা যায়, ২০২২-২৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন সিবগাতুল্লাহ। বর্তমানে তিনি শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বর্তমান ঢাবি শাখার নেতাদের সঙ্গে কেন্দ্রের নিয়মিত যোগাযোগ এবং আন্দোলনের রোডম্যাপ তৈরিতে সমন্বয় করেন সিবগাতুল্লাহ। সিবগাতুল্লাহর সময় ঢাবিতে সেক্রেটারির দায়িত্বে ছিলেন মো. শাহিনুর রহমান।

গতকাল রোববার (২২ সেপ্টেম্বর) ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ৯ দফার ঘোষক আব্দুল কাদের শিবিরের ভূমিকার বিষয়টি সামনে আনেন।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনে থেকে শুরু করে শেখ হাসিনা সরকারের পতনের পেছনে বড় ভূমিকা ছিল ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার।

কাদেরের ভাষ্য অনুযায়ী, ‘৯ দফা প্রচার-প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ছাত্রশিবির। যেহেতু নেট নেই, গোলাগুলি-কারফিউয়ের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে সশরীরে হাউসে হাউসে তথ্য পৌঁছে দেওয়া, বিদেশি সাংবাদিকদের কাছে পৌঁছানোর ব্যবস্থা তারাই করেছে।’

শুধু তাই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রশিবির সেক্রেটারি ফরহাদের সঙ্গে আলোচনা করে এই ৯ দফা তৈরি হয়েছিল বলেও জানান কাদের।

প্রসঙ্গত, শনিবার (২১ সেপ্টেম্বর) প্রকাশ্যে আসেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে সাদিক কায়েম নামের এক শিক্ষার্থী নিজেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি দাবি করেন।

এর একদিন পরে রোববার (২২ সেপ্টেম্বর) ঢাবি শাখার সেক্রেটারির পরিচয় জানা যায়। তার নাম এস এম ফরহাদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের এবং কবি জসিম উদদীন হলের আবাসিক শিক্ষার্থী। তিনি ২০২২-২৩ সেশনে জসীম উদদীন হল ডিবেটিং ক্লাবের সভাপতিও ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল ইবি ছাত্রশিবির

জানা গেল জবিতে ভর্তির প্রাথমিক আবেদন শুরুর তারিখ

সংবাদকর্মী নয়ন হাসান আর নেই

আপত্তিকর সেই ভিডিও নিয়ে মুখ খুললেন তিশা  

জাবি শিক্ষার্থী রাচির মৃত্যু, ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

চীন সফর শেষে দেশে ফিরলেন ঢাবি উপাচার্য

মংডুতে মুহুর্মুহু গোলাগুলি-বিস্ফোরণ, টেকনাফে আতংক

পরিবারের চেয়ে দলের সঙ্গে বেশি সময় কাটাই : তাসকিন

নির্বাচন কমিশনকে স্বাগত জানাল খেলাফত মজলিস

জলবায়ু পরিবর্তনে সংকটে উত্তর-পশ্চিমাঞ্চলের কৃষি

১০

একযুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া, বসলেন ড. ইউনূসের পাশে

১১

চট্টগ্রাম পলিটেকনিকে দুপক্ষের সংঘর্ষে ৩ শিক্ষার্থী আহত

১২

কোনো পদে বা পক্ষে থাকতে চান না এহসানুল হক সমাজী

১৩

জয়কে অপহরণ চেষ্টা মামলা দণ্ডাদেশ স্থগিত চেয়ে প্রধান আসামির আবেদন

১৪

হিরু আলমের যাবজ্জীবন

১৫

গ্যাঁড়াকলে নেতানিয়াহু, গ্রেপ্তারি পরোয়ানা জারি

১৬

এবার সম্পদের হিসাব দিতে হবে জবির শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের

১৭

কুয়েতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

১৮

কবে বিয়ে করবেন জানালেন তামান্না

১৯

মাকে হত্যায় অভিযুক্ত সাদের জামিন নামঞ্জুর

২০
X