কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৫ পিএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ইউজিসিতে দুই সদস্য নিয়োগ

অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। ছবি : সংগৃহীত
অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেনকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখার উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে- বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আদেশ, ১৯৭৩ এর সংশোধিত আইন, ১৯৯৮- এর ৪ (১) (বি) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেনকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগের মেয়াদ হবে ৪ বছর। তবে সরকার প্রয়োজন মনে করলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারবেন।

ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়ে অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের বিষয়ে আমি অবহিত হয়েছি।

এদিকে, গত রোববার (০৮ সেপ্টেম্বর) একই দিনে ইউজিসি সদস্যপদ থেকে তিনজন পদত্যাগ করেছেন। প্রথমে পদত্যাগ করেন অধ্যাপক মুহাম্মদ আলমগীর। পরে পদত্যাগপত্র জমা দেন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন। সর্বশেষ পদত্যাগ করেন অধ্যাপক ড. মো. জাকির হোসেন। এর আগে গত বুধবার (০৪ সেপ্টেম্বর) পদত্যাগ করেন অধ্যাপক হাসিনা খান।

রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া পদত্যাগপত্রে অধ্যাপক সাজ্জাদ লিখেছেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য পদ থেকে অব্যাহতি প্রার্থনা করছি।

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন অধ্যাপক মুহাম্মদ আলমগীর। পদত্যাগপত্রে তিনি জানিয়েছেন, ব্যক্তিগত কারণে ইউজিসি সদস্যের পদ ছাড়ার পর তিনি তার আগের কর্মস্থল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে পুনঃযোগদান করবেন।

অধ্যাপক জাকিরের কাছে পদত্যাগের কারণ জানতে চাইলে তিনি কালবেলাকে এ ব্যাপারে স্পষ্ট জবাব না দিয়ে বলেন, তার পদত্যাগপত্র অফিসের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর আগে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ইউজিসির সদস্য অধ্যাপক বিশ্বজিৎ চন্দ। তারা বাবা সদ্য সাবেক ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। এ ছাড়া ১১ আগস্ট ইউজিসি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। তিনি আওয়ামী লীগের প্রভাবশালী সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহর ভাই ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ গ্রেপ্তার

বড় জয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু মার্তিনেজের ভিলার

শিক্ষায় ৩১ বছরের বৈষম্যের অবসান চান মাউশির কর্মকর্তা-কর্মচারীরা

১২ জেলারসহ ৩৪ কারা কর্মকর্তাকে বদলি

ডিএমপির ৮ কর্মকর্তাকে বদলি

মাজার ভাঙার প্রতিবাদে হরিরামপুরে সমাবেশ

ভারতবিরোধী পোস্ট শেয়ার করায় বিএনপি নেতার ভিসা বাতিল

ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মো. শাহজাহানের

সাড়ে ১০ কেজি স্বর্ণালংকারসহ মিয়ানমারের ২ নাগরিক আটক

অপহৃত ইউপি চেয়ারম্যানকে উদ্ধার করল সেনাবাহিনী

১০

আবাসিক হলের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে ঢাবি উপাচার্যের মতবিনিময়

১১

বরিশাল মেট্রোপলিটনে চার থানায় নতুন ওসির যোগদান

১২

পাবনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ / পদ্মা নদীর ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবি

১৩

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

১৪

‘১০ হাজার বিএনপির নেতাকর্মীকে খুন করেছে আ.লীগ’

১৫

কারাগার থেকে পালানো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

১৬

অনিয়ম, জুলুম ও দুর্নীতির বিচারে বাকৃবিতে গণতদন্ত কমিশন গঠন

১৭

জানা গেল কর্মস্থলে অনুপস্থিত পুলিশ সদস্যের সংখ্যা

১৮

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকসহ নিহত ২

১৯

হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার

২০
X