রাজধানীর বঙ্গবাজার এলাকায় শপিং মার্কেটে সিন্ডিকেটের চাঁদাবাজির প্রতিবাদ করায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সভাপতি আল সাদী ভূঁইয়াসহ আরো এক সাংবাদিক ও ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। একইসঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক বিচারের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আজ বিকেলে রাজধানীর বঙ্গবাজার এলাকায় শপিং মার্কেটে সিন্ডিকেটের চাঁদাবাজির প্রতিবাদ করায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আল সাদী ভূঁইয়া সহ আরো এক সাংবাদিক ও ব্যবসায়ীর ওপর ন্যাক্কারজনকভাবে হামলা করা হয়। সাংবাদিকেরা সমাজের দর্পনস্বরূপ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রণীত বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ অনুসারে মুক্ত ও স্বাধীন গণমাধ্যম ব্যতীত গণতন্ত্র তথা জনগণের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই বলা যায় যে, গণমাধ্যমের স্বাধীনতা এবং কর্তব্যরত গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার ওপর যে কোন রকমের আঘাত আসার মানে প্রকারান্তরে বাংলাদেশের বাকস্বাধীনতার ওপরেই আঘাত আসা, যা কখনোই এদেশের গণতন্ত্রকামী ছাত্র সমাজ ও জনগণ মেনে নেবে না।
এতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক নেতা আল সাদী ভূঁইয়া এবং অন্যান্যদেরকে এহেন ন্যাক্কারজনক শারীরিক নির্যাতনের বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং এর সুষ্ঠু তদন্তপূর্বক বিচারের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানাচ্ছে।
মন্তব্য করুন