আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) প্রধান প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদার। অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের তোপের মুখে পদত্যাগ করতে বাধ্য হন দুই বছরের চুক্তিতে থাকা এই কর্মকর্তা।
মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ২টার পর তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন।
ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন। এর আগে গত রোববার (১১ আগস্ট) ইইডির প্রধান প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করে অধিদপ্তরের সর্বস্তরের প্রকৌশলী, কর্মকর্তা, কর্মচারীরা।
তার বিরুদ্ধে দেশের বিভিন্ন অঞ্চলের ঠিকাদারকে অগ্রিম বিল, নিম্নমানের কাজ করানোর অভিযোগ রয়েছে। সর্বশেষ নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারায় ১৪৫টি কার্যাদেশ (ওয়ার্ক অর্ডার) বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে জামানত বাজেয়াপ্ত করা হয়েছে এসব কাজের ঠিকাদারদের।
সম্প্রতি সিলেট অঞ্চলে ঠিকাদার কাজ না করিয়ে অগ্রিম বিল দেওয়ার হিড়িক পড়ে। একজন ঠিকাদার অগ্রিম বিল নেওয়ার পর তিনি মারা যান। বিষয়টি মন্ত্রণালয়ের নজরে আসার পর গঠন করা হয় তদন্ত কমিটি।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি থেকে পরবর্তী ২ বছর মেয়াদে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী পদে দেলোয়ার হোসেন মজুমদারকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। এর আগে ২০২২ সালের ১৩ অক্টোবর থেকে এ পদের চলতি দায়িত্ব এবং ২০২৩ সালের ৪ ডিসেম্বর প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি পান তিনি।
মন্তব্য করুন