দেশে চলমান শিক্ষার্থীদের একদফা দাবিসহ সব ধরনের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল।
রোববার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত হয়ে তারা এ সংহতি প্রকাশ করেন।
এ সময় শিক্ষকরা বলেন, আমরা শিক্ষক হিসেবে লজ্জিত যে আমরা আমাদের শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পারিনি। এ সময় তারা অবিলম্বে আটককৃত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সব শিক্ষার্থীর মুক্তির দাবি জানান।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক জমির হোসেন, আমরা এখানে ছাত্রদের জন্য এসে দাঁড়িয়েছি। এই কোটা সংস্কার আন্দোলনে অনেক ছাত্র নিহত হয়েছে। এর মধ্যে অনেকে আছে শিশু, অপ্রাপ্ত বয়স্ক। আমরা শিক্ষক হিসেবে এসব মেনে নিতে পারছি না। আমরা বিবেকের তাড়নায় এখানে এসে দাঁড়িয়েছি। যারা নিহত হয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তসাপেক্ষে বিচার করা হোক।
বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক মঞ্জুর মোর্শেদ ভূইয়া বলেন, ৫২ এর ভাষা আন্দোলন ,৬৯ এর গণআন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০ আন্দোলনকেও ছাত্র আন্দোলন ছাড়িয়ে গেছে। এবার যেটা হয়েছে সেটি গণহত্যা। এর দায় সরকারকে নিতে হবে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দীন বলেন, দেরিতে হলেও আজক আমরা এখানে সংহতি জানাতে এসেছি। আমি একাত্তর দেখিনি, বায়ান্ন দেখিনি, আটষট্টি দেখিনি, নব্বই দেখিনি, আমি এই চব্বিশ দেখিছি। একজন মন্ত্রী বলেছেন, শিক্ষার্থীদের দাবির বিষয়ে ছাত্রলীগকে দায়িত্ব দেওয়া হযেছে। আজকের এ অবস্থা সৃষ্টির জন্য কারা দায়ী, তা দেশের ১৮ কোটি জনগণ অবগত।
মন্তব্য করুন