কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্য শ্রেণিপেশার মানুষের মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষকরা। শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতায় এবং ঢাবির কয়েকজন শিক্ষকের সঙ্গে পুলিশের ঔদ্ধত্যপূর্ণ আচরণের ঘটনায়ও উদ্বেগ জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার (১ আগস্ট) বিভাগটির শিক্ষকরা এক বিবৃতিতে এসব কথা জানান।
তারা বলেন, আমরা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষকবৃন্দ সাম্প্রতিক বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্য শ্রেণিপেশার মানুষের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় গভীরভাবে শোকাহত। এই আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের গ্রেপ্তার এবং শিক্ষক-শিক্ষার্থীদের হয়রানির ঘটনায় আমরা উদ্বিগ্ন। আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের সঙ্গে পুলিশের ঔদ্ধত্যপূর্ণ আচরণের ঘটনায় আমরা ক্ষুব্ধ।
তারা বলেন, আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীদের আন্দোলনে বল প্রয়োগ কোনোভাবেই কাম্য হতে পারে না। আমরা মনে করি, শক্তি প্রয়োগ নয়, শিক্ষার্থীদের সঙ্গে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করা উচিত। পাশাপাশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা যাতে স্বাধীন ও নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করতে পারেন সে পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।
শিক্ষকরা আরও বলেন, আমরা শিক্ষার্থী ও শিক্ষকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের মাধ্যমে দ্রুত তাদের শ্রেণিকক্ষে ফিরিয়ে এনে বিভাগ ও ক্যাম্পাসের প্রাণোচ্ছল পরিবেশ তৈরির ব্যবস্থা নেয়ার আহ্বান জানাচ্ছি।
মন্তব্য করুন