‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট প্রাথমিক শিক্ষা’ এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পিটিআই কর্মকর্তা সমিতির (বাপিকস) কাউন্সিল অধিবেশন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এ অধিবেশনে সমিতির পরবর্তী কমিটির নির্বাচনও সম্পন্ন হয়েছে।
শনিবার (১৩ জুলাই) ঢাকা পিটিআইতে কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ আলম সরকার এবং সাধারণ সম্পাদক হয়েছেন সিলেট পিটিআইর ইন্সট্রাক্টর (সাধারণ) আরিফুল হাসান।
এছাড়া কমিটির সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক সুলতানা আফরোজা ইয়াসমিন ও বরগুনা পিটিআইর সহকারী সুপারিনটেনডেন্ট মো. সেলিম, সহসভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন শরীয়তপুর পিটিআইর ইন্সট্রাক্টর (সাধারণ) মো. আফজাল হোসেন। গঠনতন্ত্র অনু্যায়ী নির্বাচিত কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন।
কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন অধিদপ্তরের পরিচালক নাছিমা বেগম। ঢাকা পিটিআইর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অডিটরিয়ামে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে দেশের ৬৭টি পিটিআই কর্তৃক মনোনীত প্রায় ২০০ কাউন্সিলর (পিটিআই কর্মকর্তা) উপস্থিত ছিলেন।
অধিবেশনে স্বাগত বক্তব্য দেন ঢাকা পিটিআইর সুপারিনটেনডেন্ট মো. কামরুজ্জামান। তারপর ব্যাচভিত্তিক বিভিন্ন কর্মকর্তারা বক্তব্য দেন। এরপর সমিতির সাধারণ সম্পাদক মো. সেলিম সমিতির সার্বিক দিক তুলে ধরে বক্তব্য দেন।
মন্তব্য করুন