সরকারি চাকরিতে বেতন কাঠামোর ৯ম থেকে ১৩তম গ্রেডে (আগের প্রথম ও দ্বিতীয় শ্রেণির) মুক্তিযোদ্ধা কোটাসহ কোটাপদ্ধতি বাতিলের সিদ্ধান্ত বহালে উচ্চ আদালতের রায়ের প্রতিবাদে এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে বর্তমানে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
সোমবার (৮ জুলাই) কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগ থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা বাংলা ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে মিছিল নিয়ে কারওয়ান বাজার অভিমুখে যাত্রা শুরু করেন। পরে কারওয়ান বাজার সার্ক ফোয়ারার দিকে অবস্থান করে আন্দোলনকারীরা। যার ফলে ফার্মগেট, এফডিসি সড়ক, পান্থপথ এলাকার যানচলাচল বন্ধ হয়ে যায়।
বিকেল ৪টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড় বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা। এর ফলে এলিফ্যান্ট রোড, মিরপুর রোড এবং ধানমন্ডি ২ নম্বর সড়কের যানচলাচল বন্ধ হয়ে গেছে।
এদিকে, ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি শুরু করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। এ সময় বংশাল মোড় ও আলুবাজার মোড়ে পুলিশের ব্যারিকেট ভেঙে গুলিস্তানের দিকে অগ্রসর হয়েছেন জবি শিক্ষার্থীরা।
সোমবার (৮ জুলাই) বিকেল ৩টায় এ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।
দেশের বিভিন্ন স্থানে কয়েকদিন ধরে চলমান কোটাবিরোধী আন্দোলনে সামিল হয়েছেন জবি শিক্ষার্থীরা। এর আগেও কোটা বাতিলে চার দফা দাবি পুরান ঢাকা এলাকায় সড়ক অবরোধ করেন তারা।
মন্তব্য করুন