সরকারি চাকরিতে কোটাব্যবস্থা পুনর্বহালের প্রতিবাদে চলমান সাধারণ শিক্ষর্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
বৃহস্পতিবার (৪ জুন) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি নূরুল বশর আজিজী ও সেক্রেটারি জেনারেল মুনতাছীর আহমাদ শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ ও ছাত্র আন্দোলনের সারাদেশের নেতাদের আন্দোলনের সঙ্গে থাকার আহ্বান জানান।
নেতারা বলেন, দেশের সচেতন ছাত্র সমাজ চায় বৈষম্যমূলক কোটা ব্যবস্থার পরিবর্তন। তাই আমাদের দাবি হলো হাইকোর্টের রায়কে বাতিল করতে হবে। সেই সঙ্গে সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটা নয়, মেধাকে যাচাই করে চাকরি নিশ্চিত করতে হবে।
নেতারা আরও বলেন, সরকার দেশের শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন না করে কোটা ব্যবস্থার মাধ্যমে দেশের লাখ লাখ শিক্ষার্থীর জীবনকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। স্বাধীনতার ৫৩ বছর পর যেখানে দেশের শিক্ষিত জনগোষ্ঠীর একটি বড় অংশ কর্মহীন, সেখানে এ ধরনের কোটা ব্যবস্থা বিদ্যমান বৈষম্যকে আরও প্রকট করে তুলবে।
তারা সরকারকে হুঁশিয়ার করে বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে না নিয়ে দমননিপীড়নের পথ গ্রহণ করলে তার পরিণতি শুভ হবে না। প্রয়োজনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সর্বস্তরের ছাত্র সমাজকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন করবে।
মন্তব্য করুন