শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মেনে নেওয়ার আহ্বান 

পুরোনো ছবি
পুরোনো ছবি

জাতীয় শিক্ষা ও সংস্কৃতি আন্দোলনের আহ্বায়ক মাহমুদ সেলিম, সদস্য সচিব রুস্তম আলী খোকন এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সর্বজনীন পেনশনের আওতামুক্ত রাখা, বিশ্ববিদ্যালয় শিক্ষক হতে শুরু করে প্রাথমিক শিক্ষক পর্যন্ত সকল স্তরের শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো প্রণয়নের দাবি জানিয়ে সরকারকে অবিলম্বে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে নেতারা বলেন, শিক্ষা ক্ষেত্রে ক্রমই মেধাবীদের অংশগ্রহণ হ্রাস পাচ্ছে। শিক্ষা ক্ষেত্রে বিরাজমান অরাজকতা বিশৃঙ্খলতা ও সমাজে শিক্ষকদের যথাযথ মর্যাদা না দেওয়ায় মেধাবী তরুণ তরুণীরা ভিন্ন পেশার প্রতি আকৃষ্ট হচ্ছে। মেধা পাচার হয়ে যাচ্ছে বিদেশে। দেশে বেড়ে ওঠা তরুণ-তরুণীদের যোগ্যতাকে কাজে লাগিয়ে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারছে না বাংলাদেশ।

ইউরোপের দেশগুলোর উদাহরণ টেনে নেতারা বলেন, সেসব দেশে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সরকারি কর্মকর্তাদের চাইতেও উচ্চ মর্যাদা ও সুযোগ সুবিধা দেওয়া হয়। ফলে সেসব দেশে উচ্চশিক্ষায় ভালো করা তরুণ-তরুণীরা শিক্ষকতা পেশায় নিজেদের নিয়োজিত করে এবং গবেষণাসহ নানা উদ্ভাবনী কাজে মেধাকে কাজে লাগিয়ে দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যায়।

বাংলাদেশে ঠিক তার উল্টো চিত্র পরিস্ফুটিত হচ্ছে মন্তব্য করে নেতারা বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের তীব্র সমালোচনা করে বিবৃতিতে বলেন, এক শ্রেণির সরকারি কর্মকর্তা নানাভাবে তাদের পদমর্যাদা, সুযোগ সুবিধা বৃদ্ধি করে নিচ্ছে অন্যদিকে শিক্ষকতাসহ অন্যান্য পেশাকে হেয় করার অপচেষ্টার প্রবণতা এই ঊর্ধ্বতন কর্মকতাদের কর্মকাণ্ডে ফুটে উঠছে।

শিক্ষকতা পেশাকে সর্বজনীন পেনশনের আওতাভুক্ত করা তারই বহিঃপ্রকাশ। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অধ্যাপকদের সিনিয়র সচিবদের পদমর্যাদা দেওয়ার দাবিকে যুক্তিযুক্ত দাবি মনে করে জাতীয় শিক্ষা ও সংস্কৃতি আন্দোলন। নেতারা বিবৃতিতে সরকারের প্রতি ৫৫টি বিশ্ববিদ্যালয়ের ১৬ হাজার শিক্ষক ও ৫০ হাজারের কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। অবিলম্বে বিশ্ববিদ্যালয়সমূহে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার রুটিন প্রকাশ

রোনালদোকে হারাতে চান এমবাপ্পে

বেলিংহ্যামের বিষয়ে সিদ্ধান্ত নিল রিয়াল

জাতীয় পর্যায়ে একক অভিনয়ে প্রথম হওয়ায় নিশাত তাছনিমকে সংবর্ধনা

অপরাধী থেকে ধর্মগুরু বনে যাওয়ার রোমহর্ষক কাহিনী

কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা

ঢাকায় বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিতে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের দাবি

চলন্ত ট্রেন আটকে দিল আন্দোলরত শিক্ষার্থীরা

বিদেশি শিক্ষার্থীদের সুখবর দিল ডেনমার্ক

১০

উইম্বলডনের তৃতীয় রাউন্ডে জোকোভিচ

১১

চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে / ৪ হাজার কোটি টাকার প্রকল্প ঘিরে অস্বস্তি

১২

বিশ্বরেকর্ড হয়নি, তবে ৫৯২ রান তুলে টাই করেছে গ্লামারগন

১৩

মানবতাবোধ কোনো ধর্ম দেখে না : মেয়র আইভী

১৪

অধ্যক্ষের ছেলের বিয়েতে বাধ্যতামূলক ৫০০ টাকা চেয়ে নোটিশ

১৫

জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

১৬

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র সচিব

১৭

সড়ক দুর্ঘটনায় ৫ বন্ধু নিহত

১৮

পবিপ্রবিতে চতুর্থ দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন

১৯

মালয়েশিয়ায় আন্তর্জাতিক খাদ্য ও পানীয় মেলায় বাংলাদেশের অংশগ্রহণ 

২০
X