গোপালগঞ্জ সদরে মায়ের পরীক্ষা দিতে এসে ধরা খেয়ে ১ লাখ টাকা জরিমানা গুনতে হয়েছে সুমাইয়া নামের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার হরিদাসপুর রয়েল স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রে এ ঘটনা ঘটে।
পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ মহিলা আলিয়া মাদ্রাসার এসএসসি পরীক্ষার্থী খাদিজা নিজে পরীক্ষা না দিয়ে তার মেয়ে গোপালগঞ্জ শেখ হাসিনা স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী সুমাইয়াকে দিয়ে নিজের এসএসসি পরীক্ষা দিতে পাঠায় কেন্দ্রে।
পরীক্ষা চলাকালীন সময় কেন্দ্র সচিব আতিয়ার রসুল হিমেল পরীক্ষার প্রবেশপত্রের ছবির মিল না থাকায় একপর্যায়ে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় মেয়ে সুমাইয়া জানান, সে তার মায়ের এসএসসি পরীক্ষা দিতে এসেছে এবং সে শেখ হাসিনা স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় কেন্দ্র সচিব আতিয়ার রসুল হিমেল ওই মেয়েকে এক লাখ টাকা জরিমানা আদায় করেন।
এ বিষয়ে কেন্দ্র সচিব আতিয়ার রসুল হিমেল জানান, গোপালগঞ্জ মহিলা আলিয়া মাদ্রাসার এসএসসি পরীক্ষার্থী খাদিজা হরিদাসপুর রয়েল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজে না এসে তার মেয়ে গোপালগঞ্জ শেখ হাসিনা স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী সুমাইয়াকে এসএসসি পরীক্ষা দিতে পাঠান। যা আমি প্রবেশপত্রের ছবির মিল না থাকায় ওই মেয়েকে জিজ্ঞাসাবাদ করি। পরে জানতে পারি সে তার মা খাদিজার এসএসসি পরীক্ষা দিতে এসেছে। পরে মায়ের পরীক্ষায় মেয়ে অংশগ্রহণ করার অপরাধে ১ লাখ টাকা জরিমানা করে মেয়েকে ছেড়ে দেওয়া হয়।
গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) গোলাম কবির কালবেলাকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন