বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় উপস্থিতির হার ছিল প্রায় ৮৬.৫ শতাংশ ভর্তিচ্ছু বলে জানায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি।
শুক্রবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া এ পরীক্ষা শেষ হয় দুপুর সাড়ে ১১টায়। এবার বুটেক্স ও বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত পরীক্ষার ফল ২৩ মার্চের মধ্যে প্রকাশিত হবে।
এর আগে ভর্তি পরীক্ষায় লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ১২ হাজার ৮০০ যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যাদের মধ্যে নির্ধারিত সময়সীমার মধ্যে প্রবেশপত্র সংগ্রহ করেন ৯ হাজার ২৭৩ পরীক্ষার্থী।
সকালে বিশ্ববিদ্যালয়ের হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন।
ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের স্বাগত জানিয়ে সার্বিক সেবায় কাজ করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ দপ্তর, সাধারণ শিক্ষার্থী, বুটেক্স সাংবাদিক সমিতিসহ বিভিন্ন কলেজের সংগঠনগুলো।
এবার নতুন চালু হওয়া টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪০ শিক্ষার্থী ভর্তি করানো হবে। এবার আরও যেসব বিভাগে শিক্ষার্থী ভর্তি করানো হবে তার মধ্যে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগে ৮০ জন করে।
অন্যদিকে টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেনেন্স, ডাইজ অ্যান্ড কেমিকেল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগগুলোতে ৪০ জন করে ভর্তি করানো হবে।
মন্তব্য করুন