কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই অভ্যুত্থানসহ ঢাবির ভর্তি পরীক্ষার প্রশ্নে স্থান পেল যেসব বিষয়

গ্রাফিক্স কালবেলা
গ্রাফিক্স কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার প্রশ্নে ৫ আগস্ট ফ্যাসিস্ট রেজিম পতনের একটি বর্ণনা নিয়ে লিখিত অংশে একটি অনুচ্ছেদ অনুবাদ এসেছে।

এ ছাড়া বৈষম্যবিরোধী আন্দোলন, ড. মুহাম্মদ ইউনূসের ‘থ্রি জিরো’ (তিন শূন্য) তত্ত্ব, খালেদা জিয়ার দেশের প্রথম ফ্লাইওভার উদ্বোধন, আবু সাঈদকে নিয়ে উন্নত মমশির শিল্পকর্ম, অন্তর্বর্তীকালীন সরকারের নারী উপদেষ্টার সংখ্যাসহ নানা বিষয় স্থান পেয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেশব্যাপী আটটি বিভাগীয় শহরে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১ লাখ ২৫ হাজার ৫০০ শিক্ষার্থী আবেদন করেছেন। প্রতি আসনের বিপরীতে লড়েছেন ৪৩ জন।

ভর্তি পরীক্ষার লিখিত অংশে গত ৫ আগস্টের ফ্যাসিস্ট হাসিনার পতনের বর্ণনা নিয়ে একটি ইংরেজি অনুচ্ছেদ বাংলায় অনুবাদ করতে বলা হয়। এতে ইংরেজিতে উল্লেখ করা হয়, ‘শেষ বিকেলে, ঢাকার সড়কে মানুষের ঢল নামে; তারা ছিলেন উৎফুল্ল। কেউ পরিবারের সঙ্গে; কেউ বন্ধুদের সঙ্গে। তারা ঢাকঢোল বাজিয়ে স্লোগান দিতে থাকেন এবং স্বৈরশাসককে দুয়োধ্বনি দিতে থাকেন। এটি ছিল ছাত্রদের বিজয়, জনগণের বিজয়! দীর্ঘ সময় পর ফ্যাসিস্ট শাসন থেকে মুক্তি পেয়ে জনগণ উল্লসিত।’

এ ছাড়া বহুনির্বাচনি অভীক্ষা (এমসিকিউ) সাধারণ জ্ঞান অংশে এসেছে— অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে কতজন নারী রয়েছেন? দেশের ২৫তম প্রধান বিচারপতি কে?

খালেদা জিয়াকে নিয়ে প্রশ্নে বলা হয়, ‘ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার উদ্বোধন করেন কে? অপশনে ছিল জিয়াউর রহমান, হুসেইন মুহম্মদ এরশাদ, বেগম খালেদা জিয়া, বিচারপতি সাহাবুদ্দীন আহমদ’; ঢাকার প্রথম ফ্লাইওভার মহাখালী ফ্লাইওভার। এটি ২০০৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া উদ্বোধন করেন।

ড. ইউনূসকে নিয়ে প্রশ্নে বলা হয়, ‘তিন শূন্যের অন্তর্ভুক্ত নয় কোনটি? অপশনে ছিল ‘শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য নেট কার্বন নির্গমন, শূন্য ক্ষুধা’। ড. মুহাম্মদ ইউনূস তিন শূন্যের তত্ত্বের প্রবক্তা; এখানে তিন শূন্য হলো শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য নেট কার্বন নির্গমন।

আবু সাঈদকে নিয়ে প্রশ্নে এসেছে, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম— অপশনে ছিল, ‘উন্নত মমশির, অকুতোভয়, বিদ্রোহী, দুরন্ত’; আবু সাঈদের স্মরণে নির্মিত শিল্পকর্মটি হলো উন্নত মমশির, বিশিষ্ট শিল্পী শহীদ কবির এটি আঁকেন।

সাধারণ জ্ঞান অংশে আরেকটি প্রশ্ন এসেছে, ‘বাংলাদেশের সংবিধানের কোনো সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা হয়েছে?’ ২০১১ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে করা পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা হয়। সম্প্রতি এটি পুনর্বহাল করেছে হাইকোর্ট।

এমসিকিউ বাংলা অংশে এসেছে, ‘বৈষম্যবিরোধী— শব্দটি যে সমাসে নিষ্পন্ন’, প্রশ্ন এসেছে মুক্তিযুদ্ধ নিয়ে; ‘মুক্তিযুদ্ধে নৌবাহিনী কোন সেক্টরের অধীনে যুদ্ধ করেছে?’ আরেকটি প্রশ্ন এসেছে— ‘কোন ক্ষুদ্র নৃ গোষ্ঠী মুসলিম?’ উত্তর হলো পাঙন।

সকালে পরীক্ষা শুরুর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, সুষ্ঠুভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কোনো রকম অভিযোগ আমরা পাইনি।

কোটা প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে কোটার যৌক্তিক সংস্কার আনা হয়েছে। আমরা শুধু মুক্তিযোদ্ধাদের সন্তানদের কোটা রেখে নাতি-নাতনিদের কোটা বাদ দিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলক্ষেতে অতিরিক্ত পুলিশ মোতায়েন

জামিন পেয়েছেন পরী মণি

পঞ্চগড়ে ঘন কুয়াশায় ঠান্ডা অব্যাহত

যুক্তরাষ্ট্রে বেশি বেশি সন্তান চান মার্কিন ভাইস প্রেসিডেন্ট

আজ ভাগ্যে কী আছে, জেনে নিন রাশিফলে

চিয়া সিড বেশি খেলে যেসব সমস্যা দেখা দিতে পারে

দুপুরে ৭ কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি সভা করবে ঢাবি উপাচার্য

বায়ুদূষণে শীর্ষে ঢাকা-দিল্লি না লাহোর?

কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি করা সেই এসআই গ্রেপ্তার

গাজা খালি করতে চান ট্রাম্প, কোথায় যাবেন ফিলিস্তিনিরা

১০

মাইগ্রেনের যন্ত্রণা থেকে বাঁচতে আজই বাদ দিন এই খাবারগুলো

১১

সাত কলেজের চূড়ান্ত পরীক্ষা স্থগিত

১২

দিনাজপুরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯ ডিগ্রিতে

১৩

যে কারণে হঠাৎ ঢাবি-সাত কলেজ সংঘর্ষ

১৪

কোকোর মৃত্যুর রহস্য উদ্‌ঘাটন করা হবে: ডা. জাহিদ

১৫

পবিত্র শবেমেরাজ আজ

১৬

ট্রাম্পীয় নীতি: সামনে আর কী অপেক্ষা করছে

১৭

খালেদা জিয়াকে তিলে তিলে হত্যাচেষ্টা করা হয়েছে: এমএ মালেক

১৮

২৭ জানুয়ারি : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে 

১৯

সোমবার ঢাকার যেসব এলাকার মার্কেট বন্ধ

২০
X