কুমিল্লার বরুড়া উপজেলায় এইচএসসি ও দাখিল পরীক্ষায় নকল করার দায়ে ১১ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) পরীক্ষা শুরুর হওয়ার পর বরুড়া শহীদ স্মৃতি সরকারি বিদ্যালয় থেকে একজন, আড্ডা ডিগ্রি কলেজ থেকে দুজন ও বরুড়া চুন্নিয়া কামিল মাদ্রাসা থেকে আটজনসহ মোট ১১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নু-এমং মারমা মং।
জানা যায়, বৃহস্পতিবার এইচএসসিতে ইংরেজি ১ম পত্রের এবং আলিমে বাংলা ১ম পত্রের পরীক্ষা ছিল।
পরীক্ষা হলে মোবাইল ফোন, বইয়ের পৃষ্ঠা ও কাগজে লেখা প্রশ্নের উওর নিয়ে প্রবেশ করার অপরাধে তাদের বহিষ্কারের আদেশ দেওয়া হয়।
এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কালবেলাকে বলেন, পরীক্ষা শুরুর পর থেকেই আমি বিভিন্ন কেন্দ্রে পরিদর্শন করেছি। পরীক্ষা শুরুর ২৫ মিনিট পর মোট ১১ শিক্ষার্থীকে নকল করার দায়ে বহিষ্কার করা হয়। এই বিষয়ে হলে দায়িত্বে থাকা শিক্ষকদের অবশ্যই গাফেলতি ছিল। আমি এটি নিয়ে কেন্দ্র সচিবদের সঙ্গে কথা বলছি। আমি বরুড়ায় নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে কাজ করছি।
মন্তব্য করুন