জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের নবম ভলিয়ম জার্নালের মোড়ক উন্মোচন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে এক সভায় এ মোড়ক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। এ সময় জার্নালটির নবম ভলিয়মের দুটি সংখ্যা প্রাকাশ করা হয় যেখানে ৮টি করে ১৬টি আর্টিকেল রয়েছে।
এ বিষয়ে জগন্নাথ ইউনিভার্সিটি জার্নাল অব লাইফ অ্যান্ড আর্থ সায়েন্সের প্রধান সম্পাদক অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার বলেন, ‘জার্নালে বায়োলজিক্যাল সায়েন্স সম্পর্কিত আর্টিকেল প্রকাশ করা হয়েছে। প্লেজারিজম মুক্ত জার্নালটি বাংলাজল নামক অনলাইন প্লাটফর্মে প্রকাশ পেয়েছে। এ ছাড়া ডিওআই নাম্বারপ্রাপ্ত হয়েছে। অভিজ্ঞতাসম্পন্ন ৩২ জন বিদেশি স্কলারের রিভিউয়ের মাধ্যমে ১৬টি আর্টিকেল প্রকাশ করা হয়েছে।’
এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী, জগন্নাথ ইউনিভার্সিটি জার্নাল অব লাইফ অ্যান্ড আর্থ সায়েন্সের প্রধান সম্পাদক ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের বর্তমান ডিন অধ্যাপক ড. মল্লিক আকরম হোসেনসহ জার্নাল সম্পাদনা কমিটির সহযোগী সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন