খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ক্যাম্পাসের ভ্যানচালকদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
বুধবার (১২ জুন) বিকাল সাড়ে ৫টায় ২৪ জন দরিদ্র ভ্যানচালকের মাঝে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে ঈদসামগ্রী বিতরণ করা হয়।
সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের সাবেক শিক্ষার্থী মোজাহিদুল ইসলামের ব্যবস্থাপনায়, ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিস ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. হাসান হাওলাদার।
ভ্যানচালক জাহাঙ্গীর গাজি বলেন, ক্যাম্পাস বন্ধ থাকলে, আমাদের জীবনযাপন কষ্ট হয়ে যায়। এমন উদ্যোগে আমাদের অনেক উপকার হয়। তাদের জন্য দোয়া করি। আমরা খুব খুশি।
এ বিষয়ে জানতে চাইলে মো. হাসান হাওলাদার বলেন, আমরা ভ্যানচালকদের মাঝে ঈদসামগ্রী বিতরণের আয়োজন করেছি। ঈদ আয়োজনে সবাই যেন আমরা আনন্দ ভাগাভাগি করে নিতে পারি। পাশাপাশি ক্যাম্পাস বন্ধ থাকায়, তাদের আয়ের উৎস স্বল্প হয়ে আসে। তাই আমাদের এই আয়োজন। আশা করি, সামনের দিনগুলোতে এ রকম সেবামূলক কাজের ধারা আমরা অব্যাহত রাখতে পারব।
মন্তব্য করুন