বাকৃবি প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ০৩:৫৪ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৪, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেলেন বাকৃবির রবিউল

প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেলেন বাকৃবির মো. রবিউল ইসলাম। ছবি : কালবেলা
প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেলেন বাকৃবির মো. রবিউল ইসলাম। ছবি : কালবেলা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী ও রোভার স্কাউট গ্রুপের রোভার মো. রবিউল ইসলাম রোভারিংয়ের সর্বোচ্চ সম্মাননা প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস)- ২০২২ অর্জন করেছেন। তিনি বাকৃবির পশু পালন অনুষদ থেকে স্নাতক ও একই অনুষদের পশু পুষ্টি বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

এর আগে বাকৃবি রোভার স্কাউট গ্রুপের ক্র-ইন- কাউন্সিল ২০১৯-২১ এর সিনিয়র রোভারমেট হিসেবে দায়িত্ব পালন করেন।

গত ২ জুন ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কাউন্সিলের ৫২তম বার্ষিক (ত্রৈবার্ষিক) সাধারণ সভায় ওই অ্যাওয়ার্ড প্রদান করেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। অ্যাওয়ার্ড প্রাপ্তির বিষয়টি রোববার (৯ জুন) বাকৃবি রোভার স্কাউটস গ্রুপের সিনিয়র রোভারমেট ও গ্রুপ সম্পাদক মো. আল আমিন হোসেন নিশ্চিত করেছেন।

এর আগে গত ৪ মার্চ বাংলাদেশ স্কাউটসের উপপরিচালক এ কে এম আশিকুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে গত ১২ থেকে ১৪ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের ২০২২ সালের প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড প্রার্থীদের মূল্যায়নের ভিত্তিতে প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ডের জন্য রবিউলসহ ১০ জনকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়।

জানা যায়, বাকৃবি থেকে ২৩ জনসহ এখন পর্যন্ত বাংলাদেশ স্কাউটস থেকে সর্বমোট ১৯৪ জন পিআরএস অ্যাওয়ার্ড পেয়েছেন।

অ্যাওয়ার্ড প্রাপ্তির বিষয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে রবিউল বলেন, অ্যাওয়ার্ড অর্জনের অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়।

তিনি বলেন, আমার এ অর্জন উৎসর্গ করছি আমার পরিবার তথা ‘আব্বা ও মা’-এর প্রতি যাদের দোয়া ও ভালোবাসা ছাড়া আমার কোনো অস্তিত্বই থাকতো না। যারা আজও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমার সফলতার জন্য। এই দীর্ঘযাত্রা আমার একার পক্ষে অতিক্রম করা সম্ভব ছিল না, আমার এ অর্জনের পেছনে অনেক মানুষ ও প্রতিষ্ঠানের অবদান রয়েছে বিশেষ করে বাকৃবি রোভার স্কাউট গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরা পূর্ব থানার ওসি প্রত্যাহার

‘দেশের নতুন যাত্রায় অরাজনৈতিক ঐক্য প্রয়োজন’

ওসি পরিচয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

ট্রাক আটকে চাঁদা দাবি, গ্রেপ্তার তিন

খুনিদের আমরা পুনর্বাসন করতে দিতে পারি না : ড. রিপন

নির্বাচনই হলো প্রথম সংস্কার : আমীর খসরু

‘ভালোভাবেই চলছে খালেদা জিয়ার চিকিৎসা’

‘দায়িত্ব ভাগাভাগি-সমতার মাধ্যমে উন্নত বিশ্ব গড়া সম্ভব’

সত্য ঘটনার ছায়া অবলম্বনে ‘নিরুদ্দেশ’

জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্বের কিছু নেই : নজরুল ইসলাম

১০

৩৩তম বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

১১

ঘোষণাপত্রে সব শ্রেণি-পেশার মানুষের কথা থাকতে হবে : সারজিস

১২

গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ মরদেহের সন্ধান

১৩

জাল টাকা দিয়ে সিগারেট কিনতে যান হাসান, অতঃপর...

১৪

দর্জির দোকানে পোশাক বানাতে লাগবে বাড়তি টাকা

১৫

হোয়াটসঅ্যাপে নতুন যে বিশেষ সুবিধা আসছে

১৬

সাদপন্থিদের কর্মকাণ্ড নিষিদ্ধ চেয়ে জোবায়েরপন্থিদের বিক্ষোভ

১৭

আইপিএলের চেয়ে কঠিন ঢাকা প্রিমিয়ার লিগ, দাবি ভারতীয় ক্রিকেটারের

১৮

চশমা কিনতেও গুনতে হবে বাড়তি টাকা

১৯

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে প্রাণ গেল চোরের

২০
X