বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবসে ‘পরিবেশ সুরক্ষায় উদ্ভিদের গুরুত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ জুন) সকালে জীবনানন্দ দাশ কনফারেন্স হলরুমে সেমিনার অনুষ্ঠিত হয়।
উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. উজ্জ্বল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. সুব্রত কুমার দাস।
সেমিনারে মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মিহির লাল সাহা।
এ সময় তিনি বলেন, পরিবেশ একটি সম্প্রতির প্রক্রিয়া। যেখানে ব্যতয় হওয়ার সুযোগ নেই। পরিবেশকে পাশ কাটিয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করার সুযোগ নেই। তাই পরিবেশ সুরক্ষায় উদ্ভিদের গুরুত্ব দিতে হবে।
মন্তব্য করুন