বাকৃবি প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৪, ১০:৩৪ এএম
অনলাইন সংস্করণ

বাকৃবির পিএইচডি ডরমিটরির কাজ নিয়ে চলছে নাটকীয়তা

বাকৃবি পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়া পিএইচডি ডরমিটরি ভবন। ছবি : কালবেলা
বাকৃবি পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়া পিএইচডি ডরমিটরি ভবন। ছবি : কালবেলা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়া পিএইচডি ডরমিটরি ভবনের সংস্কার ও উন্নয়নকাজ চলমান। কাজের তালিকা অনুযায়ী, নতুন করে ভবনটির দ্বিতীয় তলা নির্মাণ এবং নিচতলা সংস্কারকাজ হওয়ার কথা। ইতোমধ্যেই ২য় তলার কাজ প্রায় শেষ হয়েছে।

কাজের তালিকা ও নির্দেশনা অনুযায়ী কাজ মিলিয়ে নিতে ২২ মে (বুধবার) ডরমিটরিতে যান ওই কাজের তদারকি কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. পূর্বা ইসলাম। এ সময় পিএইচডি ডরমিটরি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অমিত কুমার বসুনিয়া, পিএইচডি শিক্ষার্থী শুভশ্রী সরকার এবং রেহানা সুলতানা তার তদারকি কাজে বাধা দেন এবং আকস্মিকভাবে তাকে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করেন বলে অভিযোগ করেন অধ্যাপক পূর্বা।

সোমবার (২৩ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, ছাত্রবিষয়ক বিভাগ, প্রক্টর অফিস এবং শিক্ষক সমিতির সভাপতি বরাবর ওই ঘটনার বিচার চেয়ে অভিযোগপত্রও পাঠান অধ্যাপক পূর্বা।

কাজ সম্পূর্ণ শেষ না হতেই কেন দুই-তিনজন শিক্ষার্থীদের হঠাৎ দ্বিতীয় তলায় ওঠার তড়িঘড়ি। অন্যদিকে কোনো নির্দিষ্ট মাধ্যম ছাড়াই তদারকি কমিটির সদস্যের ওপর চড়াও হওয়ার কারণ কী? এসব ঘিরেই চলছে নাটকীয়তা। এদিকে এর আগে কাজের শিডিউলে ভবন নির্মাণে ইটের কাজ, প্লাস্টার এবং রডসহ অন্যান্য প্রয়োজনীয় উপাদানসামগ্রীতে ২-৩ গুণ পর্যন্ত অতিরিক্ত এবং কিছু ক্ষেত্রে একই উপাদান দুবার করে ধরে হিসেব করা হয়েছে বলে অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের কর্মরত একাধিক শিক্ষক-কর্মকর্তারা। নেই কোনো ফাউন্ডেশনের কাজ, তবে শুধু ২য় তলা তৈরিতেই এতো টাকা কেন লাগছে? এমন গরমিলের বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলে চলে নানা আলোচনা-সমালোচনা। তবে অভিযোগগুলো ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক বলে ওই সময় দাবি করেন কাজের সঙ্গে সংশ্লিষ্ট প্রকৌশলীরা ও কাজের মনিটরিং কমিটির সদস্যরা।

অভিযোগপত্রে অধ্যাপক পূর্বা বলেন, পিএইচডি ডরমিটরি ভবনের সংস্কার ও উন্নয়ন কাজের তদারকি কমিটির সদস্য হিসেবে বুধবার বেলা ১১টার দিকে আমি আমার দায়িত্ব পালন করতে যাই। ওই সময় আমার সঙ্গে অতিরিক্ত প্রধান প্রকৌশলী (বিদ্যুৎ বিভাগ) মোহা. তৌহিদুল ইসলাম ও সিনিয়র-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ বিভাগ) ফারুক আহমেদও ছিলেন। আমাদের কাজ চলাকালীন পিএইচডি শিক্ষার্থী অমিত কুমার বসুনিয়া, শুভশ্রী সরকার এবং রেহানা খাতুন সেখানে উপস্থিত হন।

আমাদের দেখেই তারা আক্রমণাত্মকভাবে কথা বলতে শুরু করেন এবং তদারকি কাজে বাধা প্রদান করেন। তারা আমাদেরকে বারবার অভিযুক্ত করে বলতে থাকেন যে, তদারকি কমিটি কাজ শেষ না করার কারণে নিচতলা থেকে দ্বিতীয় তলায় তাদের আবাসন স্থানান্তর করা হচ্ছে না।

এমতাবস্থায় আমি তাদেরকে একাধিকবার বোঝানোর চেষ্টা করেছি যে, শিক্ষার্থীদের আবাসন স্থানান্তরের সঙ্গে তদারকি কমিটির কোনো সম্পর্ক নাই। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে শিক্ষার্থীদের দ্বিতীয় তলায় ওঠার অনুমতি দিতে পারেন। শিক্ষার্থীদের সঙ্গে কাজ করবে বিশ্ববিদ্য্যালয় প্রশাসন। তদারকি কমিটির সঙ্গে শিক্ষার্থীদের কাজের কোনো সংশ্লিষ্টতা নাই।

অভিযোগপত্রে অধ্যাপক পূর্বা আরও বলেন, আমার সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত প্রকৌশলী মোহা. তৌহিদুল ইসলাম দ্রুত কাজ শেষ করার আশ্বাস দিতে থাকেন ওই শিক্ষার্থীদের। ওই সময় অমিত কুমার বসুনিয়া আমাদের উদ্দেশ করে চিৎকার দিয়ে বলেন, ‘এই মিয়া, এইখানে ফাইজলামি করতে আসছেন আপনারা।’ তারা এ রকম আপত্তিকর কথাবার্তা চালিয়ে যেতে থাকলে আমরা কর্মস্থল ত্যাগ করে চলে আসতে থাকি। ওই সময় পিএইচডি শিক্ষার্থী রেহানা আমাকে শারীরিকভাবে হেনস্তা করেন।

পরবর্তীতে, বিকেলে গণতান্ত্রিক শিক্ষক ফোরামের আলোচনা সভায় আমি গেলে সেখানেও ওই শিক্ষার্থীরা উপস্থিত হন। সভা শেষ হলে তারা আমার দিকে তেড়ে আসতে থাকেন। এ সময় ওখানে উপস্থিত শিক্ষকেরা তাদের বাধা দেন। আমার কাজে বাধা দিয়ে বারবার আমার সঙ্গে তাদের এমন আক্রমণাত্মক আচরণের যথাযথ বিচার দাবি করছি।

এ ঘটনার ব্যাপারে অতিরিক্ত প্রধান প্রকৌশলী (বিদ্যুৎ বিভাগ) মোহা. তৌহিদুল ইসলাম বলেন, বুধবার আমরা যখন ডরমিটরিতে যাই তখন উপস্থিত পিএইচডি শিক্ষার্থীরা আমাদের সঙ্গে অসম্মানজনক আচরণ করেন। বিশেষ করে অমিত কুমার নামের ছেলেটির আচরণে আমি হতবাক হই। অধ্যাপক পূর্বা এবং আমি একাধিকবার তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তারা উল্টো আমাদেরকে দোষারোপ করে যাচ্ছিলেন। এক পর্যায়ে আমরা কাজ রেখে চলে আসতে বাধ্য হই।

এ বিষয়ে পিএইচডি ডরমিটরি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অমিত কুমার বসুনিয়া বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ দেওয়া হয়েছে সেগুলো অসত্য ও বানোয়াট। কথাকে জড়িয়ে কথা বলার অভ্যাস যাদের থাকে তারা এ ধরনের কথা বলতে পারেন। অধ্যাপক পূর্বা আমারও শিক্ষক। একজন শিক্ষকের সঙ্গে কীভাবে কথা বলতে হয় এতটুকু আমি জানি। এখানে হয়ত কিছু ভুল বোঝাবুঝি হয়েছে।

অধ্যাপক পূর্বাকে শারীরিকভাবে হেনস্তা করার অভিযোগের ব্যাপারে পিএইচডি শিক্ষার্থী রেহানা সুলতানা বলেন, এ ব্যাপারে কথা বলতে আমি বাধ্য নই। আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন একজন অধ্যাপক। এ বিষয়টি সম্পর্কে আবার আমাকেই জিজ্ঞাসা করার মাধ্যমে ওই শিক্ষককে অসম্মান করা হয়। একজন অধ্যাপক যখন অভিযোগ দিয়েছেন তখন তা জেনে বুঝেই দিয়েছেন। আমি যেহেতু উদ্যানতত্ত্ব বিভাগের একজন শিক্ষকের পিএইচডি ছাত্রী তাই আমার সঙ্গে কথা বলতে হলে ওই বিভাগ বা পিএইচডি ডরমিটরির সুপার অধ্যাপক ড. আবু হাদী নূর আলী খানের মাধ্যমে কথা বলতে হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম বলেন, আমরা লিখিত অভিযোগপত্রের অনুলিপি হাতে পেয়েছি। ঘটনাটি নিয়ে বিম্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বিম্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী বলেন, ঘটনার বিষয়ে প্রাথমিক দেখাশোনার জন্য আমি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে দায়িত্ব দিয়েছি। প্রক্টর আপাতত বিষয়টি দেখবেন। পরবর্তীতে আলোচনা সাপেক্ষে ঘটনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, বাকৃবির পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়া পিএইচডি ডরমিটরি ভবনের সংস্কার ও উন্নয়ন কাজের মোট আর্থিক বরাদ্দ প্রায় ৩ কোটি ৩৮ লাখ টাকা। কাজের তালিকায় ২য় তলা নির্মাণ ও নিচতলা সংস্কারের নির্দেশনা থাকলেও নিচতলার কোনো কাজ করা হয়নি এবং শুধু ২য় তলা নির্মাণে এত খরচের বিষয়টি নিয়ে সমালোচনা চলছে শিক্ষক এবং কর্মকর্তা মহলে।

এমতাবস্থায় সম্পূর্ণ কাজ শেষ হয়েছে এমনটি জানিয়ে নিচ তলা থেকে ২য় তলায় আবাসন স্থানান্তরের জন্য উদগ্রীব হয়ে উঠেছেন পিএইচডিরত শিক্ষার্থীরা। অন্যদিকে নিচতলা এবং ২য় তলার সম্পূর্ণ কাজ বুঝে নিতে অনড় ওই কাজের মনিটরিং কমিটির সদস্য অধ্যাপক ড. পূর্বা ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ দিনে কেমন থাকবে তাপমাত্রা, জানাল আবহাওয়া অফিস

দেশে প্রথমবার ৫ জনের শরীরে রিওভাইরাস শনাক্ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

দুর্নীতির শঙ্কায় টিউলিপের চাচিকে নাগরিকত্ব দেয়নি মাল্টা

গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই শিক্ষার্থী নিহত

লাকসামে ট্রাকচাপায় নিহত ২

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নতুন কমিটির আনন্দ মিছিল

আফগানদের বিপক্ষে ম্যাচ বয়কটের আহ্বান দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রীর

কর বেড়েছে সিগারেটে, অভ্যাস ছাড়ার সহজ উপায়

অত্যাধুনিক বাস চলবে উগান্ডার রাস্তায়

১০

সুপার কাপ ফাইনালে মরুর বুকে এল-ক্লাসিকো

১১

মিছিল করতে গিয়ে যুবদল নেতার মৃত্যু

১২

টানা ২৪তম বছরে গোলের ধারা অব্যাহত রাখলেন রোনালদো

১৩

শহীদ সেলিমের শরীরে ৭৫ গুলি, মাথায়ই ১৮টি

১৪

শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গা

১৫

জিজ্ঞাসাবাদের পর ছাড়া পেলেন নিপুণ

১৬

১০ জেলায় তীব্র শীতের পূর্বাভাস

১৭

সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত

১৮

আকাশপথেও বাড়ছে খরচ

১৯

লস অ্যাঞ্জেলেসে দাবানল নেভাতে নামানো হলো কারাবন্দিদের

২০
X