পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২২ মে ২০২৪, ০২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বাস কাউন্টার কর্মীদের হামলায় পবিপ্রবির ৫ শিক্ষার্থী আহত

টুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি : কালবেলা
টুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি : কালবেলা

পটুয়াখালীর পাগলার মোড়ে অবস্থিত সেভেন স্টার পরিবহনের টিকেট কাউন্টারের কর্মীদের হামলায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২১ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, পবিপ্রবির এক মেয়ে শিক্ষার্থী সেভেন স্টার পরিবহনে পটুয়াখালী টু খুলনা যাওয়ার টিকেট নেন। বাস সময় মত না আসায় মেয়ে শিক্ষার্থীর সঙ্গে থাকা এক ছেলে শিক্ষার্থী বাস দেরি করে আসার কারণ জানতে চাইলে টিকিট কাউন্টারের কর্মীরা খারাপ ব্যবহার করেন।

বাকবিতণ্ডায় একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের বাসে বরিশালগামী শিক্ষার্থীরা পাগলার মোড়ে আসেন ও কাউন্টারে থেকে ওই শিক্ষার্থীদের উদ্ধার করে আনতে গেলে কাউন্টারের কর্মীদের সঙ্গে মারামারি জড়িয়ে পড়েন। কাউন্টারের কর্মীরা লোহার পাইপ, লাঠি দিয়ে শিক্ষার্থীদের ওপর আক্রমণ চালায়য়। পাঁচ শিক্ষার্থী গুরুতর আহত হয়।

হামলায় আহত এক শিক্ষার্থী বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের বাসে বরিশাল যাচ্ছিলাম। কাউন্টারের লোকজন আমাদের এক শিক্ষার্থীকে আটকে রাখছে শুনে আমরা কয়েকজন ওই শিক্ষার্থীকে নিয়ে আসতে যাই। তখন কাউন্টারের লোকজন আমদের ওপর লোহার পাইপ, লাঠি, কাঠের টুকরো দিয়ে আক্রমণ চালায়।

তিনি বলেন, হামলায় এতে আমাদের একজনের হাত ভেঙে গেছে। একজনের মাথায় আঘাত লেগে ফেটে যায়। আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আমরা আহত শিক্ষার্থীদের নিয়ে ভার্সিটির বাসে চলে আসলেও কাউন্টারের লোকজন বাসের মধ্যে উঠে হামলা চালিয়ে একজনের মাথা ফাটিয়েছে।

হামলার কথা শিকার করে পাগলার মোড়ের সেভেন স্টার পরিবহনের টিকেট কাউন্টারের ম্যানেজার বশির বলেন, বাস আসতে একটু দেরি করায় খুলনার এক যাত্রীর সঙ্গে থাকা এক ছেলে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে। তার কিছু সময় পরে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা এসে আমাদের কাউন্টারে হামলা চালায় ও আমাদের এক কর্মীকে আহত করে। আহত কর্মীকে দেখে কাউন্টারে থাকা অন্য কর্মীরা শিক্ষার্থীদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পরে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু কালবেলাকে বলেন, আহত শিক্ষার্থীদের সঙ্গে আমার কথা হয়েছে। শিক্ষার্থীদের কোনো ধরনের সংঘর্ষে লিপ্ত না হতে নির্দেশ দেওয়া হয়েছে। আলোচনা করে দ্রুত সমাধান করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের রেফারি লাল কার্ড না দেওয়ায় মেসি ও স্কালোনির ক্ষোভ

চুরি করতে গিয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

সৈয়দপুরে ঘন কুয়াশায় ফ্লাইট চলাচল বন্ধ

হাতি দিয়ে চাঁদাবাজি, ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ

ধানমন্ডিতে নিজ বাসায় ছুরিকাঘাতে প্রবাসী নিহত

কাকরাইলে সাদপন্থিদের অবস্থান

লাহোরে ভয়াবহ বায়ুদূষণ, ঢাকার খবর কী

সিরিয়ায় সামরিক স্থাপনায় ইসরায়েলি হামলা, নিহত ১৫

গুগল স্টোরেজ ফুল, সমাধান করবেন যেভাবে

কালবেলায় সংবাদ প্রকাশ / ১৪ লাখ টাকা ক্ষতিপূরণ পেলেন ক্ষতিগ্রস্ত চাষিরা

১০

সংখ্যালঘু ও ভারতীয় ইস্যু নিয়ে বিবিসিকে নাহিদের সাক্ষাৎকার

১১

কেমন থাকবে আজকের আবহাওয়া

১২

বন্যার পর ঘুরে দাঁড়াচ্ছেন ফেনীর কৃষকরা

১৩

প্যারাগুয়ের কাছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার হার

১৪

ভিনিসিয়ুসের পেনাল্টি মিসে ব্রাজিলের কষ্টার্জিত ড্র

১৫

দোকানে সিগারেট না পেয়ে ছাত্রদল নেতার ছুরিকাঘাত, আহত ৬

১৬

জনবল নেবে কেয়ার বাংলাদেশ, বেতন ২ লাখ ৩২ হাজার

১৭

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

২০
X