ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৪, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে ৫ম আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব শুরু বুধবার 

ঢাবির সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত হন সংগঠনটির নেতারা। ছবি : কালবেলা
ঢাবির সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত হন সংগঠনটির নেতারা। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশনের (ডুমা) উদ্যোগে আগামী বুধবার (২২ মে) শুরু হতে যাচ্ছে ৫ম আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব-২০২৪। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিতব্য দুই দিনব্যাপী এই উৎসব ২৩ মে সমাপ্ত হবে। এতে বাংলাদেশসহ ভারত, ইতালি ও দক্ষিণ কোরিয়ার মোট ১২টি মূকাভিনয় দল অংশগ্রহণ করবে।

সোমবার (২০ মে) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির নেতারা।

ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশনের সাবেক সভাপতি শাহরিয়ার শাওনের সঞ্চালনায় লিখিত বক্তব্য প্রদান করেন সংগঠনটির বর্তমান সভাপতি নিয়াজ মাখদুম সিনা। তিনি বলেন, আমাদের এবারের উৎসবে ভারত থেকে অংশ নেবেন গৌতম সাহা ও প্রণবজোতি হিরু, ইতালি থেকে পাওলো এভান্তানিও এবং দক্ষিণ কোরিয়া থেকে অংশগ্রহণ করবেন জাং হুন লি। এ ছাড়া বাংলাদেশের যে ৮টি দল অংশগ্রহণ করবে সেগুলো হলো- ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন, ড্রিম হোমস- থিয়েটার ঢাকা, জলছবি থিয়েটার- কিশোরগঞ্জ, গোল্লাছুট নাট্যদল, শ্রুতি কালচারাল একাডেমি, দ্য মামার্স, মুক্তবিহঙ্গ, মাইম ফেইস-নারায়ণগঞ্জ।

তিনি বলেন, প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৯টা পর্যন্ত মূকাভিনয় প্রদর্শনী হবে। উৎসবের সূচনা হবে ২২ মে বিকেল ৪টায় র‍্যালির মাধ্যমে এবং ২৩ তারিখ রাত ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশনের মূকাভিনয় শিল্পীদের সার্টিফিকেট এবং ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে শেষ হবে।

নিয়াজ মাখদুম আরও বলেন, প্রতি বছর আমাদের উৎসবে মূকাভিনয়ে অসামান্য অবদান রাখার জন্য আমরা সম্মাননা স্মারক প্রদান করে থাকি। এ বছর উৎসবে সম্মাননা প্রদান করা হবে জার্মান প্যান্টোমাইম আর্টিস্ট মিলান স্নাদেককে। প্রদর্শনী ছাড়াও এ উৎসবে থাকবে মূকাভিনয় কর্মশালা, সেমিনার এবং প্রতিযোগিতা।

সংবাদ সম্মেলনে ডুমার সাধারণ সম্পাদক মো. শাহজালাল সিদ্দিকী স্মরণ, সহসভাপতি মো. তারেক হাসান শান্ত, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল করিম রোমান ও দপ্তর সম্পাদক মো. সাগর মোল্লাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশন ২০১১ সালের ২৭ ফেব্রুয়ারি টিএসসির সবুজ চত্বরে মীর লোকমানের হাত ধরে যাত্রা শুরু করে। এখন পর্যন্ত ৭০০টিরও অধিক প্রদর্শনীর মাধ্যমে দেশ ও বিদেশে সুনাম অর্জন করেছে। দেশের পাশাপাশি বিদেশের বিভিন্ন মঞ্চে বাংলাদেশের মাইমকে পরিচয় ঘটানোর ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশন কাজ করে যাচ্ছে। সম্প্রতি মরোক্কোর কাসাব্লাঙ্কাতে অনুষ্ঠিত আন্তর্জাতিক নাট্যোৎসবে অংশগ্রহণ করে এবং সেখানে বেস্ট ফিমেল অ্যাওয়ার্ড অর্জন করে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের মৌসুমি মৌ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবে ও কোথায় ট্রাম্পের মুখোমুখী বসছেন পুতিন?

গ্রাম বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : মঈন খান 

সৌদি, ওমান ও কাতার যেতে আগ্রহীদের জন্য সুখবর

নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা

২০০ ভূমিকম্পে কাঁপল ‘ইনস্টাগ্রাম’ দ্বীপ, পালাচ্ছে মানুষ

সাফজয়ী ফুটবলার সুমাইয়াকে ধর্ষণ ও হত্যার হুমকি

বাংলাদেশের ১ম প্লেটিং রিয়েলিটি শো ‘আর্ট অব প্লেটিং - সিজন ২’ তে অংশগ্রহণ করে ২০ লাখ টাকা জিতে নেওয়ার সুযোগ

বগুড়ায় বিপন্ন প্রজাতির গন্ধগোকুল উদ্ধার

ইউএনওর বদলি প্রত্যাহারে বৈষম্যবিরোধী ছাত্রদের ব্যানার, থানায় অভিযোগ

নতুন প্রক্রিয়ায় মার্কিন ভিসার আবেদন, ৮ ফেব্রুয়ারি শুরু

১০

বিএনপি-জামায়াতের কারও ক্ষতি করিনি, ‍আদালতে সাবেক মন্ত্রী

১১

ঢাকায় নামছে গোলাপি রঙের বাস

১২

ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা, বিপর্যস্ত অস্ট্রেলিয়া

১৩

সরকারি কর্মকর্তাদের কড়া সতর্কতা জনপ্রশাসন মন্ত্রণালয়ের

১৪

পদত্যাগে বাধ্য করায় হাসপাতালে প্রধান শিক্ষক

১৫

বিএনপি একমাত্র দেশপ্রেমিক দল : আজাদ

১৬

এ দেশে প্রতিভাকে মূল্যায়ন করা হয়‌ না : ড. আবেদ

১৭

কন্টেন্ট ক্রিয়েটরদের সুখবর, গোল্ডেন ভিসা দিচ্ছে আমিরাত

১৮

ফারুক খানের ফেসবুকে স্ট্যাটাস, কারা অধিদপ্তরের ব্যাখ্যা

১৯

নির্মাণকাজে ব্লকের ব্যবহার বাড়াতে প্রয়োজন সুনির্দিষ্ট নীতিমালা : পরিবেশমন্ত্রী

২০
X